সাংসদ ডা. আফছারুল আমীনের পক্ষ থেকে ঝাউতলা টি.পি.পি কলোনী জামে মসজিদ পরিচালনা কমিটির নেতবৃন্দের কাছে অনুদানের নগদ টাকা হস্তান্তর করেছেন ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর মো. ওয়াসিম উদ্দীন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন মসজিদের সভাপতি মাহমুদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু জাফর, খালেদ মোশাররফ রকেট, মোহাম্মদ ইসহাক, মোকাম্মেল হোসেন, কায়সার উদ্দিন, মো. রেজাউল করিম রিটন, আরিফ নূর, কামরুল হাসান শিবলু, মমিনুল হক সুমন, হাসান ইমাম মান্না, মোহাম্মদ আরাফাতসহ আরও অনেকে। প্রেস বিজ্ঞপ্তি।












