ঝাউতলা জামিয়া কোরআনিয়া মাদরাসার দস্তারবন্দী সম্মেলন আজ

| রবিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ at ৮:৩৭ পূর্বাহ্ণ

ঝাউতলাস্থ ঝাউতলা জামিয়া কোরআনিয়া মাদরাসার ৪৯তম বাষিক ওয়াজ মাহফিল খতমে বুখারী ও দস্তারবন্দী সম্মেলন অত্র মাদরাসার ময়দানে শায়খুল হাদীস আল্লামা আলী উসমানের সভাপতিত্বে আজ অনুষ্ঠিত হবে।

এতে সকলের প্রতি দ্বীনি দাওয়াতে উপস্থিত থাকার জন্য হাফেজ এমদাদউল্লাহ সোহেল অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমনজুরা বেগম
পরবর্তী নিবন্ধমোহাম্মদ আজগর আলী