ঝাউতলা জামিয়া কোরআনিয়া মাদ্রাসায় দস্তারবন্দী সম্মেলন

| শুক্রবার , ১২ মার্চ, ২০২১ at ৯:৫৫ পূর্বাহ্ণ

নগরীর ঝাউতলা রেল স্টেশনস্থ ঝাউতলা জামিয়া কোরআনিয়া মাদ্রাসার ৪৭তম বার্ষিক ওয়াজ মাহফিল, খতমে বুখারী ও দস্তারবন্দী সম্মেলন গত মঙ্গলবার মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও শায়খুল হাদীস মাওলানা মুহাম্মদ আলী উছমানের সভাপতিত্বে ও হাফেজ এমদাদউল্লাহ সোহেলের পরিচালনায় মাহফিলে প্রধান মেহমান ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমির কায়েদে মিল্লাত শায়খুল হাদীস আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী। বিশেষ মেহমান ছিলেন ঢাকার মুহাম্মদপুরস্থ জামিয়া রহমানিয়া আরাবিয়ার পরিচালক ও শায়খুল হাদীস আল্লামা মুফতি মাহফুজুল হক। ওমর গণি এমইএস কলেজের সাবেক অধ্যাপক ও জামিয়া আরাবিয়া জিরির মুহাদ্দিস আল্লামা ড. আ ফ ম খালিদ হোসেন। এতে আরো শীর্ষস্থানীয় উলামা-মাশায়েখ ও বুজর্গানেদ্বীন বক্তব্য রাখেন। মাহফিলে দাওরায়ে হাদীস ও হিফজ সম্পন্ন ছাত্রদের দস্তারবন্দী ও ছাত্রীদের হিজাব প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধমুজিব শতবর্ষ কাল টিআইসিতে কবিতা উৎসব ও সঙ্গীতানুষ্ঠান