চট্টগ্রামের স্বনাম ধন্য প্রতিষ্ঠান ওয়ার্লেস ঝাউতলা কলোনী উচ্চ বিদ্যালয়ের ৯৮ ব্যাচের ঈদ পুনঃমিলন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। পুনঃমিলন উদযাপন কমিটির আহ্বায়ক মাহমুদুর রহমানের উদ্যোগে এবং কমিটির সদস্য রাজু, স্বপন, সুজন, রিফেল, পিকাসু এবং ওমর ফারুকের পরিচালনায় ফয়’স লেকের সী ওয়ার্ল্ডে এ পুনর্মিলনী সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকবৃন্দ। উপস্থিত ছিলেন মো. পারভেজ খান, সাজ্জাদ, রফিক, সুজন, কালাম, রাশেদ, দেলোয়ার, রঞ্জু, সুমন, মহিসুমন, মধুসুমন, বাবুল, সবুজ, কামরুদ্দিন, আলী, শওকত, নাছের, মালেক, আক্তার, বাশার, কাজল, মারুফ, জাবেদ, রাসেল, সুমন হিরোস, ওয়াসিম, আবুল কালাম, হুমায়ন, গুড্ডু, আলাউদ্দিন, আজঘর, কবির প্রমুখ। আয়োজনে বিশেষ সহযোগিতায় ছিল ৯৮ ব্যাচের প্রবাসী বন্ধু মুরাদ, শিমুল, খোরশেদ, রাজিব ও অপু।
উদযাপন কমিটির আহ্বায়ক মাহমুদুর রহমান তার বক্তব্যে বলেন, আগামীতে চট্টগ্রাম শহরের বাইরে ৯৮ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। এতে সবার উপস্থিতি একান্তভাবে কাম্য।
শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য প্রদানকালে পারভেজ খান বলেন, এসএসসি ব্যাচের বন্ধুর সঙ্গে এ ব্যস্ততম সময়ে যোগাযোগ করা একটি চ্যালেঞ্জের মত। এই ধরনের চ্যালেঞ্জ গ্রহণ করে আয়োজনকে সাফল্যমণ্ডিত করায় উদযাপন কমিটিকে কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রেস বিজ্ঞপ্তি।