বৈদ্যুতিক খুঁটিতে ইন্টারনেট সংযোগের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিমুল (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে খুলশী থানার ঝাউতলা রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিমুল নগরীর আকবর শাহ থানার কৈবল্যধাম আশ্রম এলাকার বাসিন্দা। তিনি এমপাওয়ারিং নেট নামে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মচারী ছিলেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে শিমুল খুলশী থানার ঝাউতলা রেললাইন এলাকায় ইন্টারনেট সংযোগের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক লাইনে হাত লাগলে তিনি নিচে পড়ে যান। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান আজাদীকে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত শিমুল নামের এক যুবককে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।