ঝাউতলায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

সিজিপিওয়াই রুটে কাভার্ডভ্যান-তেলবাহী ওয়াগন সংঘর্ষ, ট্রেনের এএলএম আহত

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৭ এপ্রিল, ২০২৩ at ১১:১০ পূর্বাহ্ণ

নগরীর ঝাউতলা রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে মোহাম্মদ সালাউদ্দিন রাজু (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সর্তা গ্রামের মোহাম্মদ জামান খন্দকার বাড়ির মোহাম্মদ হাবীবুল্লাহর ছেলে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর ঝাউতলা রেল ক্রসিংয়ের পাশে এ দুর্ঘটনাটি ঘটে।

 

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মাজহারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কানে হেডফোন লাগিয়ে রেললাইনে হাঁটার সময় ডেমু ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু হয়। পরিবারপরিজনের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

সালাউদ্দিন রাজু একটি বেসরকারি প্রতিষ্ঠানে হিসাবরক্ষক পদে কর্মরত ছিলেন। বাসা থেকে অফিসে যাওয়ার পথে টেক্সি থেকে নেমে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়। তিন ভাই দুই বোনের মধ্যে রাজু দ্বিতীয়। মাত্র দেড় বছর আগে তিনি বিয়ে করেছেন। তার ৩ মাস বয়সী একটি সন্তান রয়েছে।

এদিকে চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) রুটে তেলবাহী ওয়াগন ট্রেনের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনায় ট্রেনের সহকারী লোকোমাস্টার (এএলএম) আতিকুল ইসলাম আহত হয়েছেন। এ ঘটনায় ওই কাভার্ডভ্যানের চালককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সিজিপিওয়াইর লেবার কলোনী সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ট্রেনটি পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানি থেকে তেল নিয়ে বিমানবন্দর থেকে সিজিপিওয়াই আসছিল। পরে লেবার কলোনী সংলগ্ন রেললাইনে একটি কাভার্ডভ্যান ট্রেনটিকে ধাক্কা দেয়। বড় ধরনের হাত থেকে এ যাত্রায় রক্ষা হলেও ট্রেনের এএলএম আঘাত পেয়েছেন। রেলওয়ে থানার ওসি মো. মাজহারুল করিম জানান, কাভার্ডভ্যানটি জব্দ করে চালককে আটক করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনবনির্বাচিত রাষ্ট্রপতির সাথে জেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের সাক্ষাৎ
পরবর্তী নিবন্ধবাসের ধাক্কায় রিকশাচালক আহত, গণপিটুনিতে আহত বাস চালক