ঝাঁকড়া চুলের কবি

আখতারুল ইসলাম | বুধবার , ২৬ মে, ২০২১ at ১১:১৪ পূর্বাহ্ণ

দুচোখ জুড়ে স্বপ্নমায়া মাথায় ঝাঁকড়া চুল,
সকাল বেলার পাখি তুমি বিদ্রোহী নজরুল।
রোদ ঝলমল আকাশ জুড়ে ভোরের নতুন সূর্য,
যুদ্ধ মাঠে বীরসেনানী তুমিই রণ তূর্য।

দুখের মাঝে জন্মেও যার মুখে চাঁদের হাসি
কষ্ট বুকে গান কবিতা, বললে ভালোবাসি।
শোষক শ্রেণির খড়্‌গ তুমি, অত্যাচারির ত্রাস,
গরিব দুখির প্রাণের মাঝে তোমার বসবাস।

ঝিঙে ফুলের কোমল ছোঁয়া, জুঁই জোনাকির মেলা,
প্রজাপতির ডানায় ওড়ে তোমার কিশোর বেলা।
ফুলপাখিরা বলছে ডেকে, তোমায় বাসে ভালো,
চিরসাম্যের কবি তুমি অবিনাশি আলো।

পূর্ববর্তী নিবন্ধস্বাভাবিকের চেয়ে কয়েক ফুট উচ্চতার জোয়ার
পরবর্তী নিবন্ধলিডার-এ তিন লুকে বুবলী