ঝর্ণাপাড়া নবী চৌধুরী রোড মহল্লা উন্নয়ন কমিটির মতবিনিময়

| বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর, ২০২৫ at ১১:১৯ পূর্বাহ্ণ

সরাইপাড়া ওয়ার্ডের আওতাধীন দক্ষিণ পাহাড়তলী ঝর্ণাপাড়া নবী চৌধুরী রোড মহল্লা উন্নয়ন কমিটির সাথে মহল্লাবাসীর এক মতবিনিময় সভা গত ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক কাউন্সিলর শামসুল আলম। অতিথি ছিলেন মহল্লা কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান আবু জাহের আলম সেকু সর্দার, ভাইস চেয়ারম্যান মাহাবুব আলম। সভাপতিত্ব করেন মহল্লা কমিটির মো. মিয়া ফেরদৌস সওদাগর। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মারুফ বিন মোস্তফা, মো. ইউসুফ খান এবং মো. সাজ্জাদ হোসেন সায়েম।

বক্তব্য রাখেন মহল্লার কমিটি উপদেষ্টা কমিটির সদস্য মো. জামাল উদ্দিন মাস্টার, মো. আবু সাঈদ। উপস্থিত ছিলেন জহির আহমেদ, মজিবুল হক মজু, আজিজুল হক, মাবুদ সওদাগর। বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম, মো. নুরুল আলম, মো. নুরুল আলম জুয়েল, আবদুল খালেক নান্টু, দৌলত খান, আব্দুল হালিম বাবু, মো. হাবিব উল্লাহ, আব্দুস শুক্কুর, নুর উল্ল্যাহ, নাহিদুল মাহাবুব স্বদেশ, মো. কলিম উল্ল্যাহ, মো. আলী রেজা রাজু, এমদাদুল ইসলাম রাজু, মো. আরেফিন, আরিফ আহমেদ বাবুল, মো. ইউসুফ মাস্টার, মো. বেলাল, মো. সেলিম উল্ল্যাহ, মো. বখতিয়ার, আবদুল রাজ্জাক নিপু, মো. সোহেল, সফিকুল ইসলাম জনি ও মো. নাছির। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল
পরবর্তী নিবন্ধবই অনবদ্য প্রেরণা ও পথপ্রদর্শক