ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলমুখী করতে সামাজিক সংগঠনকে এগিয়ে আসতে হবে

সাতকানিয়ায় শিক্ষাসামগ্রী বিতরণী অনুষ্ঠান

| মঙ্গলবার , ৯ নভেম্বর, ২০২১ at ৭:০৭ পূর্বাহ্ণ

স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. আ. ম. ম মিনহাজুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাল্য বিবাহ ও ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলমুখী করার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছিলেন, তা কোভিডকালীন সময়ে থমকে দাঁড়িয়েছিল। কোভিডকালীন শুধু জনস্বাস্থ্য সংকট নয়, এটি বিশ্বব্যাপী শিক্ষা সংকটও বটে। কোভিড পরবর্তী সময়ে ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় স্কুলমুখী করতে লেটস মুভ অনের মতো সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে।
গত রবিবার সন্ধ্যায় সাতকানিয়ার কাঞ্চনা ইউনিয়নস্থ ফুলতলা একটি কমিউনিটি সেন্টারে সামাজিক সংগঠন লেটস মুভ অনের বর্ষপূর্তি ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান। প্রধান বক্তা ছিলেন সাতকানিয়া পৌরসভার মেয়র মো. জোবায়ের। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বঙ্গবন্ধু পরিষদ সভাপতি শফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আজিম শরীফ, উপজেলা আ.লীগ নেতা রূপ কুমার নন্দী খোকন, হারুনুর রশিদ মানিক ও মো. আয়াজ।
সংগঠনের উপদেষ্টা কলিমউল্লাহ কলিমের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা এম.মনজুর আলমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, আ.লীগ নেতা এস এম হারুন, এ সংগঠনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্যে খোকা তালুকদার, মো. বোরহান ও ইফতেয়ার আলম আবির প্রমুখ। অনুষ্ঠান শেষে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাদার্ন ভার্সিটিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও অগ্নিনির্বাপণ বিষয়ক প্রশিক্ষণ
পরবর্তী নিবন্ধঅসাম্প্রদায়িক সমাজ গঠনে লেখকদের ভূমিকা অপরিসীম