ঝরে পড়া স্বপ্ন আশফাকুর রহমান বিপ্লব | শুক্রবার , ৬ ডিসেম্বর, ২০২৪ at ৫:০৬ পূর্বাহ্ণ যে নক্ষত্রের আলো পৃথিবীতে দিনের অতিথি জানে না তার চিতানল জ্বলছে অদেখা আকাশে নিরানন্দ জীবনে আনান্দ খুঁজে জন্ম মৃত্যু নাচে রবির আলোতে শেষ নৈশভোজের নিমন্ত্রণে।