ঝরা ফুল

গোপা ধর | সোমবার , ২৪ জানুয়ারি, ২০২২ at ৭:৫১ পূর্বাহ্ণ

আমি ঝরা ফুল,

নই গোলাপ বা হাস্নাহেনা

যাকে সাঁঝের বেলায় সাঁঝিতে রেখেছো যত্নে।

যার মাধুর্য তোমাকে সিক্ত করেছে সন্ধ্যায়

শীতের মাতাল হাওয়ায় বয়ে যাওয়া সুরভিতে।

আমি ঝরা ফুল,

পারি আমি ঝরা বোঁটা নিয়ে কুয়াশার কামড়ে ক্ষত বিক্ষত হতে,

চাঁদকে আহবান করি বাহুতে জড়িয়ে নিতে বুকে,

তার চাহনিতে না বোঝার ভান,

সে কি তপ্ত উপহাস! ফিরিয়ে দেয়ার অহংকার!

আমি ঝরা ফুল,

আমার না ছিল সম্মান,

না ছিল বিত্ত বৈভবের আশা,

ছিল ভালোবাসার বাসনা,

তোমার ছিলো ছলনা আর মিথ্যে ভালোবাসা ;

বিধির বিধান তবুও চলা একসাথে

তোমার কিরণে ফুটে উঠা প্রতি রাতে।

তাও গেলো ফুরিয়ে, ছিন্ন হলো বন্ধন

চোখ ছলছল কটিছে দিবস, রাতভর ক্রন্দন।

পূর্ববর্তী নিবন্ধবইয়ের ভবিষ্যৎ; জাতির ভবিষ্যৎ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের আকাঙ্ক্ষা এবং স্বপ্ন পূরণে প্রত্যাশা