ঝরা পাতার জীবন

নাজনীন লাকী | শনিবার , ২২ নভেম্বর, ২০২৫ at ৫:৫৮ পূর্বাহ্ণ

ঠুনকো জীবন বিস্তর স্মৃতি

স্মৃতি থেকে বিস্মৃতি ঘটে

তবুও স্মৃতি যেন রয়ে যায়

একটু একটু মনে দোলা দেয়।

জীবন থেমে চলে না

চলমান জীবনের থেমে যাওয়া

স্মৃতিগুলো কান্নারত।

হাসির ফোয়ারা ঝরবে সময়ে

অবসরে স্থান নিবে পুরনো হাসি।

আত্মার আত্মীয়রা হাসি কান্নার ভাগিদার

কখন যেন তারা হয়ে ওঠে অংশীদার।

জীবনের সাইরেন বাজে অবিরত

ঝরা পাতার জীবন হোক বিরত।

সুখস্মৃতি দুখ স্মৃতির গভীর মিলন

দুঃখগুলো সুখের বিলাসে হোক আপন।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় বিশ্ববিদ্যালয়ে খাতা যথাযথভাবে মূল্যায়ন করা হোক
পরবর্তী নিবন্ধহেমন্তের আকাশ : একটুকরো মায়ার মতো