সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম গতকাল সরাইপাড়া ওয়ার্ডস্থ দক্ষিণ ঝরনা পাড়া আবদুল গণি রোডের মরহুম আবদুর রহমান মিস্ত্রি বাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে অগ্নিদুর্গতদের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জানান।
পরে তিনি হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের খাদ্য সামগ্রী, শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি প্রদান করেন এবং গৃহ নির্মাণে সহযোগিতার আশ্বাস দেন। ত্রাণ বিতরণের সময় ক্ষতিগ্রস্ত আবদুল কাদের, আবদুল আজিজ, আবদুল খালেক, আব্দুল মালেক, আব্দুল নূর, আবুল খায়ের, আবুল কাসেম, জাহানারা বেগম, জানে আলম, খোরশেদ আলম, বাদশা আলম, ওয়াহিদা মুরাদ, আবদুস সাত্তার, জাহাঙ্গীর ও এলাকার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় মনজুর আলম বলেন, দুর্যোগ দুর্বিপাকে ধৈর্য ধারণ করে আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তিনি বলেন, আমাদের ফাউন্ডেশন ও ট্রাস্ট প্রতিষ্ঠিত হয়েছে মানবতার কল্যাণের জন্য। আমরা সেই কাজটিই করার চেষ্টা করছি।












