ঝরনায় ঝাঁপ দিয়েও বাঁচাতে পারলেন না বন্ধুকে

জড়িয়ে ধরা অবস্থায় দুই জনের মরদেহ উদ্ধার সতর্কতায় অবহেলার কারণে মীরসরাইয়ে বারবার দুর্ঘটনা

মীরসরাই প্রতিনিধি | সোমবার , ৩ জুলাই, ২০২৩ at ৫:৪৫ পূর্বাহ্ণ

বন্ধু আবছার ঝরনা বেয়ে উপরে উঠতে গিয়ে পা পিছলে পড়ে যায় নিচে ঝর্ণার কূপে। বন্ধু তো সাঁতার জানে না তাকে বাঁচাতে হবে। তাই আরিফও ঝাপ দেয় ঝরনার কূপে, তখনি নিখোঁজ হয় দুই বন্ধু। অবশেষে বন্ধুকে জড়িয়ে ধরে থাকা অবস্থাতেই মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও মীরসরাই থানা পুলিশ। মীরসরাই উপজেলার রুপসী ঝরনায়য় আবারো প্রাণ হারালো দুই তরুণ, রাত সাড়ে ৯টায় তাদের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। গতকাল রোববার দুপুরে ঝরনার জলে আত্মহারা হতে গিয়ে নিজেদেরই হারাতে হলো ওদের। ঘটনাস্থলে উপস্থিত মীরসরাই থানার ওসি কবির হেসেন ও ফায়ার সার্ভিস ইনচার্জ ইমাম হোসেন পাটোয়ারী জানান, রবিবার দুপুর নাগাদ চট্টগ্রামের আকবরশাহ থানার ফিরোজ শাহ কলোনী এলাকা থেকে ৯ তরুণ বন্ধু বেড়াতে আসে মীরসরাই উপজেলার নয়দুয়ারিয়া এলাকার রুপসী ঝরনায়। এদের মধ্যে দুই তরুণ আরিফ উদ্দিন ( ১৯ ) ও নুরুল আফছার ( ২০) ঝরনার কুপে নিখোঁজ হয়। তাদের সাথে আসা অপর ৭ বন্ধু দুপুরের পর থেকে তাদের কোনো হদিস না পেয়ে আমাদের জানালে বিকেল থেকে আমরা অনুসন্ধান শুরু করি। অবশেষে রাত সাড়ে ৯টার দিকে তাদের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হই। এই রিপোর্ট লেখার সময় পরিবারের লোকজন চট্টগ্রাম থেকে মীরসরাই থানায় পৌঁছে। একজনের স্বজন রুবেল জানান, মৃত আরিফ ফিরোজ শাহ কলোনীর বাসিন্দা। তার পিতা মৃত সুরুজ মিয়া। অপর তরুণ নুরুল আবছার একই কলোনির মোহাম্মদ জামিল এর পুত্র। সে ৯ম শ্রেণীর শিক্ষার্থী। ওরা সমবয়সী ৯ বন্ধু বেড়াতে আসে ঝরনায়। আবছার ঝরনা পাড় বেয়ে উপরে উঠার সময় পা পিছলে কূপের পানিতে পড়ে যায়, এসময় বন্ধু আরিফ তাকে বাঁচাতে ঝাঁপ দেয়। এক পর্যায়ে ঝর্ণার গভীর কূপে চয়ে যায় দুজনই। নিখোঁজ দুই বন্ধুকে জড়াজড়ি অবস্থাতেই উদ্ধার করেছেন পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। এই বিষয়ে মীরসরাই থানার ওসি কবির হোসেন বলেন আমরা বার বার ঝরনায় আগন্তুকদের উপরে না উঠতে নিষেধ সহ নানা সতর্কতা অবলম্বনের কথা বার বার বলেছি। এসব সতর্কতা অবহেলার জন্যই এমন মর্মন্তিক দুর্ঘটনা। অবশেষে রাত ১১টা নাগাদ নিহতদের পরিবারের মাঝে মৃতদেহ হস্তান্তর করেন ওসি কবির হোসেন।

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী লীগের মনোনয়ন কে পাচ্ছেন জানা যাবে আজ
পরবর্তী নিবন্ধএকটি কাঁচা মরিচের দাম ১ টাকা!