ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে আহত, ৪ দিন পর মৃত্যু

আজাদী অনলাইন | রবিবার , ৯ মে, ২০২১ at ৯:৫৭ অপরাহ্ণ

নগরীর হালিশহর থানা এলাকায় ছুরিকাঘাতে আহত হয়ে ৪ দিন চিকিৎসাধীন থাকার পর মো. সরোয়ার আলম জনি (২৮) নামে এক যুবক মারা গেছেন।
সরোয়ার আলম জনি হালিশহর থানার রামপুর ওয়ার্ডের সবুজবাগ আবাসিক এলাকার নুর আলমের ছেলে।
আজ রবিবার (৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ তথ্য নিশ্চিত করেন হালিশহর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আল মামুন। বাংলানিউজ
মোহাম্মদ আল মামুন জানান, স্থানীয় কয়েকজন যুবকের ঝগড়া থামাতে গেলে গত ৪ মে রাতে সরোয়ারকে ছুরিকাঘাত করা হয়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে শনিবার রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সরোয়ার আলম জনি মারা যান। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি জানান, গত ৬ মে এ ঘটনায় সরোয়ারের বাবা ৮-১০ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। এ ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধওমানে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের কৃষি খামার (ভিডিও দেখুন)
পরবর্তী নিবন্ধবিএনপি ক্ষুব্ধ