জয় পেল এলিট পেইন্ট,আবেদীন ক্লাব

সিজেকেএস দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ১১ মে, ২০২৩ at ৬:০১ পূর্বাহ্ণ

সিজেকেএস ২য় বিভাগ ক্রিকেট লিগে নিজেদের প্রথম খেলায় হার মানলেও দ্বিতীয় খেলায় জয়ের দেখা পেয়েছে এলিট পেইন্ট এবং আবেদীন ক্লাব। গতকাল বুধবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় এলিট পেইন্ট ১ উইকেটে পিডিবিকে পরাজিত করে। পিডিবি তাদের প্রথম খেলায় জয় পেয়েছিল। উভয় দল ২ খেলা শেষে ২ পয়েন্ট করে পেয়েছে। টসে জিতে পিডিবি প্রথমে ব্যাট করতে নামে। ৪৬.৩ ওভার খেলে ১৬২ রান তুলে তারা অলআউট হয়ে যায়। দলের পক্ষে ৩৮ রান করে সংগ্রহ করেন ওপেনার আবদুর রহিম এবং আহমেদুল হাসান। এছাড়া মইনউদ্দিন ২৬ এবং আরিফ উদ্দিন ১১ রান করে। অতিরিক্ত থেকে আসে ১৬ রান।

এলিট পেইন্টের পক্ষে হারুনুর রশিদ ২৫ রান দিয়ে ৪টি উইকেট দখল করেন। ২টি করে উইকেট নেন মিনহাজুল আলম ইলহাম এবং ইশমাম আহমেদ রাকিব। ১টি উইকেট পান ফরহাদ হোসেন নাহিদ।

জবাবে এলিট পেইন্ট শুরুতে রানের খাতা না খুলেই উইকেট হারায়। এরপর ওপেনার সানি দাশ এবং মেহেদি হাসান রিয়াদ দ্বিতীয় উইকেট জুটিতে ১১৭ রান যোগ করে দলকে জয়ের দিকে নিয়ে যান। সানি দাশ ৮১ বল খেলে ৭১ রান করেন। ৭টি চার এবং ২টি ছক্কা ছিল তার ইনিংসে। রিয়াদ ৪০ রান করেন। এ দুজন আউট হওয়ার পর আবারো লড়াই করতে হয় এলিট পেইন্টকে। রাশেদুল হক বাবু অপরাজিত ১৭ রান করে পরিস্থিতি সামলান। বাকিরা সুবিধা করতে পারেনি। অতিরিক্ত থেকে আসা ৩১ রান এলিট পেইন্টের জয়ে ভূমিকা রাখে। ৩৮.১ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলে নেয় এলিট পেইন্ট। পিডিবির মইনউদ্দিন ২১ রানে ৫ উইকেট নিয়ে সম্ভাবনা জাগিয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। আরিফ উদ্দিন ৩টি এবং মো. ওমর শরীফ ১টি উইকেট লাভ করেন।

মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে লিগের অপর খেলায় আবেদীন ক্লাব ৩ উইকেটে ইয়ং ষ্টার ক্লাবকে পরাজিত করে। এ নিয়ে ইয়ং ষ্টার দুটি খেলাতেই পরাজিত হলো। ২ খেলা শেষে তারা কোন পয়েন্ট পায়নি। আবেদীন ক্লাব সমান খেলায় ২ পয়েন্ট পেয়েছে। গতকাল টসে জিতে আবেদীন ক্লাব প্রথমে ব্যাট করতে পাঠায় ইয়ং স্টারকে। ৩৫.৪ ওভার খেলে ১১০ রানে তারা সব উইকেট হারায়। দলের পক্ষে আরমান চৌধুরী সৈকত ৩৭,ফাবিয়ান মোস্তফা ১৭,নয়ন নাথ নিরব ১৩ এবং বিপন কান্তি দাশ ১০ রান করেন। অতিরিক্ত রান হয় ১৭। আবেদীন ক্লাবের মো. জুয়েল একাই ৬ উইকেট দখল করেন ১৭ রান দিয়ে। ২টি উইকেট পান সাইরাজ জামাল সুনান। ১টি করে উইকেট নেন ইকরামুল ইসলাম এবং আজাদ হোসেন।

জবাবে আবেদীন ক্লাব ৩৮.৫ ওভার খেলে লক্ষ্যে পৌঁছে। তারা ৭ উইকেট হারিয়ে ১১৫ রান তুলে নেয়। শুরুতে সুবিধা করতে না পারলেও পরবর্তী ব্যাটাররা দলকে জয়ে নিয়ে যেতে সমর্থ হন। আরশি হান্নান মিহন অপরাজিত ৪১ এবং আজাদ হোসেন অপরাজিত ১৯ রান করেন। এছাড়া মুন্তাকিম নাফিস ১৫ এবং জয় চৌধুরী ১১ রান করেন। অতিরিক্ত থেকে আসে ২১ রান। ইয়ং স্টার ক্লাবের পক্ষে আমির হোসেন ৩টি এবং আরমান চৌধুরী সৈকত ২টি উইকেট লাভ করে। ১টি করে উইকেট পান নয়ন নাথ নিরব এবং মো. ইয়াসিন।

পূর্ববর্তী নিবন্ধআইসিসি থেকে প্রতি বছরে ২ কোটি ৬৭ লাখ ডলার পাবে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধসাকিবের হাতে আইসিসির পুরস্কার