জয় দিয়ে শুরু শহীদ শাহজাহান সংঘের.

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ২১ ফেব্রুয়ারি, ২০২২ at ৯:৩০ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ইস্পাহানী স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে শুভ সূচনা করেছে শহীদ শাহজাহান সংঘ। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শহীদ শাহজাহান সংঘ ৮৬ রানের বিরাট ব্যবধানে পরাজিত করে ইস্পাহানী স্পোর্টিং ক্লাবকে। বোলারদের দাপটের এই ম্যাচে ইস্পাহানী স্পোর্টিং ক্লাব লিগে এ পর্যন্ত সবচাইতে কম রানে অল আউট হয়েছে। মাত্র ১১৩ রান করতে পেরেছে তারা। টসে হেরে ব্যাট করতে নামা শহীদ শাহজাহান সংঘ ২৭ রানে প্রথম উইকেট হারায়। ১৫ রান করা সৌরভকে ফেরান সিফাত। এরপর দ্বিতীয় উইকেটে শুভ দাশ এবং কপিল উদ্দিন মিলে ৮২ রান যোগ করেন। কিন্তু পরপর দুই ওভারে ফিরে আসেন দুজন। ৩৩ রান করা সৌরভ ফিরেন রান আউট হয়ে। আর ৩৭ বলে ২টি চার এবং ৪টি ছক্কার সাহায্যে ৪৬ রানের ঝড়ো ইনিংস খেলে কপিল ফিরেন সাইদ সরকারের শিকার হয়ে। এরপর দ্রুত রাফসান, গালিব এবং সাজ্জাদ ফিরে এলে ১২৩ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে শহীদ শাহজাহান সংঘ। তবে হাল ধরেন হাসান মুরাদ মুন্না। তার ৯৭ বলে ৫টি চারের সাহায্যে ৫২ রানের ইনিংসের উপর ভর করে শেষ পর্যন্ত ৪৮.২ ওভারে ১৯৯ রান করে অল আউট হয় শহীদ শাহজাহান সংঘ। ২৬ রান করেন মঈনুল ইসলাম। ইস্পাহানী স্পোর্টিং ক্লাবের পক্ষে সিফাত ইসলাম নিয়েছেন ৪৯ রানে ৫ উইকেট। ১৭ রানে ৩ উইকেট নিয়েছেন সাঈদ সরকার। একটি উইকেট নিয়েছেন ফারুখ। ২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ইস্পাহানী। ২ রানে দুই উইকেট হারিয়ে শুরুতেই ব্যাকফুটে চলে যায় ইস্পাহানী। তবে তৃতীয় উইকেটে আল আমিন এবং শরীফ মিলে যোগ করেন ৬২ রান। কিন্তু এ জুটি ভাঙ্গার পর আবার চাপে পড়ে যায় ইস্পাহানী।
২৫ রান করা আল আমিনকে ফিরিয়ে এজুটি ভাঙ্গেন রাফসান। ৬ রান পর ফিরেন দলের পক্ষে সর্বোচ্চ স্কোরার শরীফ। ৬৬ বলে ৩৩ রান করেন তিনি। পঞ্চম উইকেটে সিফাত এবং সাঈদ সরকার মিলে ৩৫ রান যোগ করলেও সেটাই ছিল ইস্পাহানীর শেষ পার্টনারশিপ। ১৭ বলে ১৫ রান করা সিফাত ফিরলে ভাঙ্গে এজুটি। এরপর ৪ রানের ব্যবধানে ১৭ বলে ২৬ রান করা সাঈদ সরকার ফিরলে শুরু হয় ইস্পাহানীর ব্যাটারদের আসা যাওয়া। মাত্র ৪ রানে শেষ ৫ উইকেট হারায় ইস্পাহানী। আর তাতে ১১৩ রানে অল আউট হয় দলটি। শহীদ শাহজাহান সংঘের পক্ষে ১৭ রানে ৩টি উইকেট নেন মহিউল। ২টি করে উইকেট নিয়েছেন স্বজন, রাফসান এবং মঈনুল। একটি উইকেট নিয়েছেন গালিব। আজ লিগে কোন খেলা নেই। আগামীকাল থেকে পুনরায় শুরু হবে লিগের খেলা সমূহ।

পূর্ববর্তী নিবন্ধআব্দুর রশিদ আল কাশেমী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৩৭.৫৬ কোটি টাকা