জয় দিয়ে শুরু ভারত-পাকিস্তানের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

স্পোর্টস ডেস্ক | শনিবার , ১৩ ডিসেম্বর, ২০২৫ at ৯:৩০ পূর্বাহ্ণ

অনূর্ধ্ব১৯ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে বিশাল জয় পেয়েছে ভারত এবং পাকিস্তান। ভারত সংযুক্ত আরব আমিরাতকে তারা হারিয়েছে ২৩৪ রানে। এই ম্যাচে সেঞ্চুরি হাঁকানোর পথে ছক্কার রেকর্ড গড়েছেন টিনএজ তারকা বৈভব সূর্যবংশী। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ৪৩৩ রানের সংগ্রহ দাঁড় করায় ভারত। জবাবে ৭ উইকেটে ১৯৯ রানে থামে আরব আমিরাতের ইনিংস। ভারতের সূর্যবংশী ৯৫ বলে খেলেন ১৭১ রানের ইনিংস। তাণ্ডব চালানো এই ইনিংসে ৯টি চারের সঙ্গে ১৪টি ছক্কা হাঁকান তিনি। যুব ওয়ানডেতে এক ইনিংসে এটিই সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড। ২০০৮ সালে নামিবিয়ার বিপক্ষে যুব ওয়ানডেতে অস্ট্রেলিয়ার মাইকেল হিলের ১২ ছক্কাকে পেছনে ফেলেছেন সূর্যবংশী। এছাড়া অ্যারন জর্জ আর ভিহান মালহোত্রা করেন ৬৯ করে। ভেদান্ত ত্রিবেদি ৩৮ আর অভিজ্ঞান কুণ্ডু শেষদিকে ১৭ বলে ৩২ রানের ক্যামিও উপহার দিয়ে অপরাজিত থাকেন। জবাবে ৫৩ রানে ৬ উইকেট হারিয়ে লড়াই থেকে আগেভাগেই ছিটকে পড়ে আরব আমিরাত। পৃথ্বি মধু খেলেন ৫০ রানের ইনিংস। এরপর পরাজয়ের ব্যবধান কমানোর সর্বোচ্চ চেষ্টা করেন উদ্দিস সুরি। ১০৬ বলে ৭৮ করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি।

এদিকে দুবাইয়ে অনূর্ধ্ব১৯ এশিয়া কাপের উদ্বোধনী দিনে বিশাল জয় পেয়েছে পাকিস্তান। ২৯৭ রানে তারা হারিয়েছে মালয়েশিয়াকে। প্রথমে ব্যাট করে জোড়া সেঞ্চুরিতে ৩ উইকেটে ৩৪৫ রানের পাহাড় গড়ে পাকিস্তান। ১১৪ বলে ৮ চার আর ২ ছক্কায় ১৩২ রান করেন আহমেদ হুসাইন। ১৪৮ বলে ১৭৭ রানের হার না মানা ইনিংস উপহার দেন সামির মিনহাস। যে ইনিংসে ১১টি চারের সঙ্গে ৮টি ছক্কা মারেন তিনি। ৩৪৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ১৯.৪ ওভারে মাত্র ৪৮ রানে অলআউট হয় মালয়েশিয়া। পাকিস্তানি বোলারদের তোপে দাঁড়াতেই পারেননি মালয়েশিয়ার ব্যাটার। কেউ দুই অংকও ছুঁতে পারেননি। সর্বোচ্চ ৯ রান করে করেন অধিনায়ক দিয়াজ পেত্রো আর মোহাম্মদ আকরাম। পাকিস্তানের আলি রাজা আর মোহাম্মদ সায়েম নেন ৩টি করে উইকেট। ২টি উইকেট দানিয়েল আলি খানের।

পূর্ববর্তী নিবন্ধচবি’র খালেদা জিয়া হলে ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধসিজেকেএস হকি টুর্নামেন্টের ফাইনালে আজ চবি-জামাল স্মৃতি মুখোমুখি