জয় দিয়ে শুরু চসিক একাদশের

সিজেকেএস-সিডিএফএ প্রিমিয়ার ফুটবল লিগ

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ২৯ সেপ্টেম্বর, ২০২১ at ৪:৫৯ পূর্বাহ্ণ

সিজেকেএস-সিডিএফএ আয়োজিত জিপিএইচ ইস্পাত প্রিমিয়ার ফুটবল লিগে জয় দিয়ে শুরু করেছে গতবারের রানার্স আপ চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ। গতকাল মঙ্গলবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগের দ্বিতীয় দিনের খেলায় সিটি কর্পোরেশন একাদশ ৩-০ গোলে অপর অফিস দল বিসিআইসি ক্রীড়া সংসদ একাদশকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট অর্জন করে নেয়। গতকাল খেলার প্রথমার্ধ ছিল গোলশূন্য। তবে এ অর্ধের বেশিরভাগ আক্রমণে ছিল সিটি কর্পোরেশন। খেলার ১০ মিনিটেই দলের রাসেল আহমদ দূর পাল্লার দুর্দান্ত শট নেন বিসিআইসি গোলমুখে। তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে যায় শটটি। ২৬ ও ২৭ মিনিটে পরপর আরো দুটি আক্রমণ শানায় সিটি কর্পোরেশন। একবার শংকর বিশ্বাসের শট, আরেকবার জিল্লুর রহমানের পা থেকে বল কেড়ে নিয়ে দলকে রক্ষা করেন বিসিআইসি কিপার মো. নুরুল করিম। মূলত তার ক্রীড়া নৈপুণ্যের কারণেই এ অর্ধে গোল পায়নি সিটি কর্পোরেশন। দ্বিতীয়ার্ধের শুরু থেকে দু’দলই উজ্জীবিত ফুটবল খেলতে থাকে। তবে এ অর্ধেও বেশিরভাগ আক্রমন করে সিটি কর্পোরেশন। এর ফলও পায় তারা। যদিও বিসিআইসি কিপার নুরুল করিম বাঁধার প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন। অনেকগুলো নিশ্চিত গোল রক্ষা করেন তিনি। এ অর্ধের ৪৭ মিনিটে বিসিআইসি প্রথম আক্রমণ রচনা করে। শাকিলের কর্ণার থেকে আলির হেড ধরে নেন সিটি কিপার গোলাম মোস্তফা। ৪৯ মিনিটে শংকর বিশ্বাসের শট বিসিআইসি কিপারের গায়ে লেগে প্রতিহত হয়। দু’মিনিট বাদে জিল্লুর রহমানের কাছ থেকে বল পেয়ে শংকর বিশ্বাস শট নেন। বল বিসিআইসি ডিফেন্সের গায়ে লাগে। ফিরতি বল পেয়ে মিস করেন সিটির মো. পারভেজ। ৬০ মিনিটে তিন দফা আক্রমন পরিচালনা করে বিসিআইসি। শাকিল দুবার এবং সুমন একবার চেষ্টা করেও বল সিটির জাল ছোঁয়াতে পারেননি। ৬৫ মিনিটে দিদারুল আলমের শট কিপার নুরুল করিমের গায়ে লেগে কর্ণার হয়ে যায়। এরপর আরো একটি শট সেভ করেন তিনি। কিন্তু ৭৭ মিনিটে শেষ রক্ষা আর হয়নি বিসিআইসির। অব্যাহত আক্রমণের মুখে কর্ণার পায় সিটি কর্পোরেশন। কর্ণার থেকে বল পেয়ে কোটার খেলোয়াড় মহিউদ্দিন বাঁ পায়ে শট নেন। বল কিপার নুরুল করিমের গায়ে লেগে জালে প্রবেশ করে। এগিয়ে যায় সিটি কর্পোরেশন (১-০)। ৭৫ মিনিটে আবারো গোল পায় তারা। রাসেল আহমদের মাইনাস থেকে শংকর বিশ্বাসের শট জালে ঢোকে (২-০)। ৮২ মিনিটে একটি নিশ্চিত গোল মিস করে সিটি কর্পোরেশন। ৩ জন খেলোয়াড়কে কাটিয়ে নিয়েও বদলী খেলোয়াড় বোরহানউদ্দিন বল বাইরে মেরে দেন। তবে খেলা শেষের দুই মিনিট আগে সে ভুলের শোধ দেন তিনি গোল করে। ডি বক্সের সামনে থেকে বাম পায়ের শটে সেকেন্ড বার দিয়ে বল জালে দেন বোরহানউদ্দিন (৩-০)।
ম্যান অব দি ম্যাচ: গতকালের খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশের দিদারুল আলম। তার হাতে ক্রেস্ট তুলে দেন সিজেকেএস সহ-সভাপতি মো. হাফিজুর রহমান।
তবে গতকাল ম্যান অব দি ম্যাচের পুরস্কার নিয়ে উপস্থিত দর্শক এবং সাবেক ফুটবলারদের অনেকেই ভিন্নমত প্রকাশ করেন। তাদের মতে এ ম্যাচে বিসিআইসির গোলকিপার মো. নুরুল করিমই সেরা নৈপুন্য প্রদর্শন করেন আর তারই ম্যাচ সেরা হওয়ার কথা। কিন্তু ম্যান অব দি ম্যাচের নির্বাচক সে পথে যাননি। জয়ী দলের একজনকে ম্যাচ সেরা নির্বাচনের প্রক্রিয়ায় তিনি নুরুল করিমকে বঞ্চিত করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন সাবেক ফুটবলারের মতে পরাজিত দলের কোন ফুটবলার সবচেয়ে ভাল নৈপুণ্য দেখালে তিনিও ম্যাচ সেরা হতে পারেন। জয়ী দল থেকেই ম্যাচ সেরা নির্বাচন করতে হবে এমন কথা নেই। এ ট্র্যাডিশন থেকে বের হওয়া উচিত বলে মনে করেন তিনি।
প্রিমিয়ার লিগে আজকের খেলায় অংশ নেবে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজ এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি। বিকাল ৪টায় এ খেলা অনুষ্ঠিত হবে এম এ আজিজ স্টেডিয়ামে।

পূর্ববর্তী নিবন্ধওয়ানডে সিরিজে জয় পেল ‘এ’ দল
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে অস্ত্র বিক্রির সঙ্গে বেড়েছে খুন!