জয় দিয়ে শুরু ইয়ং স্টার ক্লাবের

তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের সুপার ফোর পর্ব

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২৮ এপ্রিল, ২০২২ at ১১:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের সুপার ফোর পর্ব জয় দিয়ে শুরু করেছে ইয়ং ষ্টার ক্লাব। প্রাথমিক পর্বে গ্রুপ ‘সি’ চ্যাম্পিয়ন ইয়ং স্টার ক্লাব গতকাল বুধবার লো স্কোরিং ম্যাচে ২ উইকেটে গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। এম এ আজিজ স্টেডিয়ামে টসে জিতে ইয়ং স্টার সাতকানিয়াকে প্রথমে ব্যাট করতে পাঠায়। ২১ ওভার ৪ বল খেলেই মাত্র ৭২ রানে অলআউট হয়ে যায় সাতকানিয়া।

শুরু থেকেই ধুঁকতে থাকা সাতকানিয়ার সানি ১৬, সাইদ ১০ এবং রায়হান অপরাজিত ১২ রান ছাড়া আর কেউ দ্বি-অংকে পৌঁছতে পারেনি। অতিরিক্ত থেকে আসে ১৪ রান। ইয়ং স্টার ক্লাবের নয়ন নাথ ৪টি উইকেট দখল করেন। ২টি করে উইকেট নেন রাহিদুল ইসলাম এবং মানজারুল ইসলাম। ১টি করে উইকেট পান অভিজিৎ ঘোষ এবং রাব্বি আহমেদ।

জবাব দিতে নেমে ইয়ং স্টার ক্লাবও সুবিধা করতে পারছিল না। তারাও শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে। দলীয় ৬১ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে তারা। পরবর্তীতে মো. ইয়াসিন এবং রাব্বি আহমেদের দৃঢ়তায় জয় দেখে ইয়ং স্টার। এ জুটি ১৫ রান যোগ করেন। ২২ ওভার ১ বল খেলে ইয়ং ষ্টার ৮ উইকেটে ৭৬ রান তুলে নেয়। ইয়াসিন অপরাজিত ১১ এবং রাব্বি অপরাজিত ৯ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৪। সাতকানিয়া উপজেলার মাহাদী ৪টি এবং রায়হান ৩টি উইকেট দখল করেন। ১টি উইকেট পান সাজিদ।

আজ তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের রেলিগেশন পর্বে আগ্রাবাদ নওজোয়ান গ্রীন খেলবে কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট ক্লাবের বিপক্ষে। এম এ আজিজ স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধহকিতে বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা
পরবর্তী নিবন্ধআফ্রিদি আয়োজন করছে মেগা স্টারস লিগ