জয় দিয়ে লিগ শুরু পাইরেটস অব চিটাগাং এর

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৪৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রিমিয়ার ক্রিকেট লিগে যে কয়টি দলকে শিরোপার অন্যতম দাবিদার ভাবা হচ্ছে তাদের মধ্যে অন্যতম পাইরেটস অব চিটাগাং। যদিও লিগের নিজেদের প্রথম ম্যাচে সেভাবে নিজেদের ফুটিয়ে তুলতে পারেনি শিরোপা প্রত্যাশি দলটি। অপেক্ষাকৃত দুর্বল শক্তির প্রতিপক্ষ মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৪ উইকেটে হারিয়েছে পাইরেটস অব চিটাগাং। মাত্র ১৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেট হারাতে হয়েছে পাইরেটসকে। তারপরও জয় দিয়ে লিগ শুরু করতে পেরেছে পাইরেটস সেটাই হয়তো বড় স্বস্তির। বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার নাইম ইসলামের ব্যাটে চড়ে শেষ পর্যন্ত জয় দিয়ে লিগ শুরু করতে পেরেছে পাইরেটস অব চিটাগাং। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমেছিল মোহামেডান। তাদের সিদ্ধান্তযে সঠিক ছিলনা সেটা প্রমাণ হতে থাকে প্রথম ওভার থেকেই। পেসার ইফরানের তোপের মুখে পড়ে মোহামেডানের দুই ওপেনার ফিরেন মাত্র ৮ রানে। সে ধাক্কা আর সমালাতে পারেনি মোহামেডান। পাইরেটসের বোলারদের তোপের মুখে পড়ে এক সময় ৫৫ রানে ৭ উইকেট হারিয়ে শতরানের নিচে অল আউট হওয়ার শংকায় পড়েছিল মোহামেডান। তবে সেখানে প্রতিরোধ গড়ে তোলেন রবিন এবং শুভ। ৫৪ রানের দারুন এক জুটি গড়ে তোলে দুজন। ২১ রান করা রবিনকে ফিরিয়ে এজুটি ভাঙ্গেন কামরুল। এরপর সাকলাইন সজিবকে নিয়ে দলকে ১৪৩ রান পর্যন্ত নিয়ে যান শুভ। ৭৬ বলে ৩টি চার এবং একটি ছক্কার সাহায্যে ৪১ রান করে ফিরেন শুভ। এরপর আর বেশিদুর এগুতে পারেনি মোহামেডান। ৪৭.১ ওভারে ১৪৮ রানে অল আউট হয় মোহামেডান। সাকলাইন সজিব করেন ১৬ রান। এর আগে তিন নম্বরে নেমে ১৬ রান করেন জুয়েল। পাইরেটস অব চিটাগাং এর পক্ষে ৩১ রানে ৩ উইকেট নেন ইফরান হোসেন। ২টি করে উইকেট নিয়েছেন কামরুল এবং রুবেল। ১৪৯ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাইরেটস। ১৬ রানে দুই ওপেনারকে হারায় শিরোপা প্রত্যাশীরা। আরমান উল্লাহর রান আউট দিয়ে শুরু বিপর্যয়ের। এরপর ইসহাকের জোড়া আঘাতে ফখরুদ্দিন এবং রুবেলকে ফেরালে ১৯ রানে তিন উইকেট হারায় পাইরেটস। চতুর্থ উইকেটে রেজাউল করিম এবং আসিফ মিলে ২৬ রানের বেশি যোগ করতে পারেনি। ১১ রান করে ফিরেন রেজাউল। এরপর দলের হাল ধরেন অভিজ্ঞ নাইম ইসলাম। কিন্তু অপর প্রান্তে দ্রুতই ফিরেন ১৮ রান করা আসিফ এবং ৮ রান করা রাতুল। তবে আস্থায় অবিচল ছিলেন নাইম। দলকে জয়ের বন্দরে পৌছে দিয়ে তবেই ফিরেন এই অভিজ্ঞ ব্যাটার । ৩৮.৪ ওভারে ৪ উইকেট হাতে রেখে জয় নিয়ে মাঠ ছাড়েন নাইম। ৮১ বলে ৮টি চারের সাহায্যে ৭০ রান করে অপরাজিত থাকেন নাইম। আর ২১ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন রাসেল। মোহামেডানের পক্ষে ২৯ রানে ২টি উইকেট নিয়েছেন ইসহাক। একটি করে উইকেট নিয়েছেন সাকলাইন সজিব, মোঃ রাহি এবং সিরাজুল মোস্তফা শুভ। আজ এম এ আজিজ স্টেডিয়ামে লিগের একমাত্র খেলায় মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন এবং রাইজিং স্টার ক্লাব।

পূর্ববর্তী নিবন্ধতৃতীয় বিভাগ ফুটবলে গোসাইলডাঙ্গার জয়
পরবর্তী নিবন্ধনিজস্ব অর্থায়নে মহাকাশ স্টেশন বানাচ্ছে চীন