জয় দিয়ে বিশ্বকাপ শেষ করার মিশন বাংলাদেশ নারী ক্রিকেট দলের

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ২৬ অক্টোবর, ২০২৫ at ১১:১৫ পূর্বাহ্ণ

যে প্রত্যাশা নিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ দল সেটা পুরন হয়নি। অন্তত পাকিস্তান এবং শ্রীলংকার বিপক্ষে জয় তুলে নেওয়ার লক্ষ্য থাকলেও শ্রীলংকাকে হারাতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। যদিও একাধিক ম্যাচে জয়ের একেবারে কিনারায় গিয়ে ফিরেছে পরাজয় নিয়ে। আজ এবারের বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচটি খেলতে নামবে বাংলাদেশ দল। এমন লক্ষ্য নিয়ে আজ লিগ পর্বে নিজেদের সপ্তম ও শেষ ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে টাইগ্রেসরা। আগেই সেমিফাইনাল নিশ্চিত করা ভারতের লক্ষ্য নকআউট ম্যাচের আগে জয়ের ধারা অব্যাহত রাখা। বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি। অবশ্য দারুণভাবে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপে যাত্রা করেছিল বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের জয় তুলে নেয় তারা। কিন্তু পাকিস্তানের বিপক্ষে জয়ের পর পথ হারায় বাংলাদেশ। টানা ৫ ম্যাচ হেরে সেমিফাইনালে খেলার স্বপ্ন ভঙ্গ হয় নিগার সুলতানার দলের। ইংল্যান্ডের কাছে ৪ উইকেটে, নিউজিল্যান্ডের কাছে ১০০ রানে, দক্ষিণ আফ্রিকার কাছে ৩ উইকেটে, অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে এবং সবশেষ ম্যাচে শ্রীলংকার কাছে ৭ রানে হেরে যায় বাংলাদেশ। এরমধ্যে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকার বিপক্ষে জয়ের সুযোগ হাতছাড়া করে বাংলাদেশের নারীরা। ৬ ম্যাচ খেলে ১ জয় ও ৫ হারে ২ পয়েন্ট নিয়ে আট দলের টুর্নামেন্টে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে আছে বাংলাদেশ। শেষ ম্যাচ জিতলে সপ্তম স্থানে থেকে বিশ্বকাপ শেষ করতে পারবে টাইগ্রেসরা। ৭ ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে আছে পাকিস্তান। এমনকি নিউজিল্যান্ড নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারলে রান রেটে এগিয়ে থাকলে ষষ্ঠ স্থানে থেকে বিশ্বকাপ শেষ করার সুযোগ থাকবে বাংলাদেশের। কারণ ৬ ম্যাচে খেলে ৪ পয়েন্ট অর্জন করেছে কিউইরা। শ্রীলংকার বিপক্ষে হারের পর বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেছিলেন আমরা খুব কাছে গিয়ে তিনটি ম্যাচ হেরেছি। এটা খুবই কষ্টের। মাঝে মাঝে আমরা পরিকল্পনা থেকে সরে যাচ্ছি। ফিল্ডিংয়ে আমাদের উন্নতি করতে হবে। আশা করি পরের ম্যাচে ভুল শুধরে দল ভালো খেলবে। আমরা নিজেদের সেরা খেলা খেলতে চেয়েছিলাম। যদি আমরা ১১০% খেলতে পারি তাহলে আমাদের জন্য ভালো ম্যাচ হবে। চলতি বিশ্বকাপে ৬ ম্যাচ খেলে সমান ৩টি করে জয় ও হারে ৬ পয়েন্ট নিয়ে শেষ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। শেষ ম্যাচ জিতলেও টেবিলের চতুর্থ স্থানে থেকেই সেমিফাইনাল খেলতে হবে তাদের। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার যেকোনো একটি দলের বিপক্ষে আগামী ৩০ অক্টোবর টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলবে ভারত।বাংলাদেশের আর সে সুযোগ না থাকলেও এখন জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করাই বড় লক্ষ্য। যদিও প্রতিপক্ষ হিসেবে ভারত বেশ শক্তিশালী। তার উপর পরিসংখ্যানও কথা বলছে ভারতের পক্ষে। ওয়ানডেতে এখন পর্যন্ত আটবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এরমধ্যে ১টি ম্যাচ জিতেছে। একটি ম্যাচ টাই হয়েছে। আর বাকি ছয়টিতে হেরেছে বাংলাদেশ। নিজেদের সেমিফাইনাল নিয়ে শংকার মধ্যে ছিল ভারত। তবে আগের ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে তারা সেমিফাইনাল নিশ্চিত করেছে। তাই ভারত চাইবে যেন তাদের জয়ের ধারায় ছেদ না পড়ে। অপরদিকে বাংলাদেশের যেখানে হারানোর কিছু নেই সেখানে কিছু পাওয়ার চেষ্টা করবে বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধভারতে যৌন হয়রানির শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার
পরবর্তী নিবন্ধঘাম ঝরিয়ে নিজেদের প্রস্তুত করছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দল