জিপিএইচ ইস্পাত সিজেকেএস-সিডিএফ প্রিমিয়ার ফুটবল লিগের দ্বিতীয় দিনে জয় দিয়ে শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ। গতকাল সোমবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দুই অফিস দলের খেলায় গতবারের রানার্স আপ সিটি কর্পোরেশন একাদশ ৩-০ গোলে কাস্টমস স্পোর্টস ক্লাবকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট অর্জন করে নেয়। গতকাল খেলার শুরু থেকে সিটি কর্পোরেশন একাদশ দারুণ আধিপত্য বিস্তার করে খেলে। অনেকটা একচেটিয়া খেলায় প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যেতে সমর্থ হয় তারা। খেলার ১৯ মিনিটে প্রথম গোল আদায় করে নেয় সিটি কর্পোরেশন একাদশ। রাইট উইং দিয়ে আক্রমণে উঠে সিটি কর্পোরেশন। অধিনায়ক বোরহান উদ্দিনের বাড়ানো বলে বক্সে জটলার সৃষ্টি হয়। এ থেকে ডালিম বর্ধন গোল করে সিটি কর্পোরেশন একাদশকে ১-০ গোলে এগিয়ে রাখেন। দু’মিনিট বাদেই গোল সংখ্যা দ্বিগুন করে নেয় তারা। এবার বক্সের বাইরে থেকে দূরপাল্লার শট নেন মোহাম্মদ জাহেদুল আলম। তার দুর্দান্ত শট বাঁক খেয়ে বল জালে চলে যায়। সিটি কর্পোরেশন এগিয়ে যায় ২-০ গোলে। কাস্টমস খুব বেশি সুবিধা করতে পারছিল না। ২৮ মিনিটে আবারো গোল করে সিটি কর্পোরেশন। ডান দিক থেকে আক্রমন গড়ে উঠে। জাহেদুল ক্রস করেন। বল বঙের সামনে চলে যায়। একজনের পা ঘুরে বল যায় ইনামুল ইসলাম গাজীর কাছে। তিনি দেরি করেননি। তার শট জালে যায় (৩-০)। তিন গোলে এগিয়ে থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে এক সময়ের দাপট দেখানো দল কাস্টমস কিছুটা নড়ে চড়ে উঠে। তাদের আক্রমণের ধার বাড়ে। তারা সিটি কর্পোরেশনের গোলমুখেও হানা দেয় কয়েকবার। কিন্তু তা থেকে প্রত্যাশিত গোল বের করতে পারেনি তাদের আক্রমণভাগ। অন্যদিকে এ অর্ধেও সিটি কর্পোরেশন মাঝে মাঝে আক্রমনে যায়। তবে তারাও আর গোল বাড়াতে পারেনি। ফলে তিন গোলের জয় নিয়েই মাঠ ছাড়তে হয় সিটি কর্পোরেশন একাদশকে।
এ খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশের মোহাম্মদ জাহেদুল আলম। তার হাতে ক্রেস্ট এবং প্রাইজমানি তুলে দেন সিডিএফএ এর সহ-সভাপতি নজরুল ইসলাম লেদু। আজ প্রিমিয়ার ফুটবল লিগে বিকাল ৩.৩০ টায় কোয়ালিটি স্পোর্টস ক্লাব বনাম বি.সি.আই.সি ক্রীড়া সংসদ পরস্পরের মোকাবেলা করবে।