প্রিমিয়ার লিগে আরামবাগ ক্রীড়া সংঘকে উড়িয়ে জয়ে ফিরেছে আবাহনী লিমিটেড। আক্রমণভাগে আলো ছড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফ্রান্সিসকো রদ্রিগেজ দি সৌজা ফিলহো। জালের দেখা পান মাসিহ সাইঘানি ও দীপক রায়। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে শনিবার ৪-০ গোলে জিতেছে আবাহনী। জোড়া গোল করেন ফিলহো। আট ম্যাচে পাঁচ জয় ও তিন ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা। তলানিতে থাকা আরামবাগ এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি।