জয়ের আশা শ্রীলংকান কোচের

স্পোর্টস ডেস্ক | রবিবার , ২৫ এপ্রিল, ২০২১ at ৬:৫০ পূর্বাহ্ণ

অতিনাটকীয় কিছু না হলে ড্র-ই পাল্লেকেলে টেস্টের সম্ভাব্য ফল। তবে মিকি আর্থার ভাবছেন ভিন্ন কিছু। শেষ দিনে নিজেদের জয়ের সম্ভাবনা দেখছেন শ্রীলংকা কোচ।
শনিবার দিনের খেলা শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আর্থার জানান, জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না তারা। ‘অবশ্যই আমরা জয়ের কথা ভাবছি। এভাবেই আমরা ক্রিকেট খেলতে চাই। ড্রেসিংরুমে খেলোয়াড়দের উজ্জীবিত করার জন্য এটা গুরুত্বপূর্ণ সংস্কৃতি।’ ‘ওয়েস্ট ইন্ডিজে ব্যাটিং বান্ধব উইকেটে আমরা আপোষহীন ক্রিকেট খেলেছি। আগামীকাল আমরা অভিপ্রায় দেখাব, কে জানে দিনটি কোথায় গিয়ে শেষ হয়। এই উইকেট খুবই ব্যাটিং সহায়ক, তবে চাপ মজার একটা জিনিস। যদি আমরা যথেষ্ট এগিয়ে থাকতে পারি এবং বোলারদের পর্যাপ্ত ওভার দিতে পারি, কে জানে কী হয়।’ এজন্য শ্রীলংকা কোচ তাকিয়ে আছেন লেগ স্পিনার ভানিন্দু হাসারাঙ্গার দিকে, প্রথম ইনিংসে যিনি ৩৬ ওভার বোলিং করে ছিলেন উইকেটশূন্য। ‘নতুন বলে ফাস্ট বোলারদের কাছ থেকে বিস্ফোরক কিছু আসবে। কিন্তু যদি কাল জয়ের কাছে যেতে চাই, সেখানে নিয়ে যাওয়া ভানিন্দু হাসারাঙ্গার পক্ষে সম্ভব। খুব বেশি চাপ দিতে চাই না তাকে। আমি শুধু মনে করি, সে অসাধারণ একজন ক্রিকেটার।’ শ্রীলংকা কোচ স্বীকার করলেন, উইকেট যেমন হবে বলে তারা ভেবেছিলেন, তা হয়নি। উইকেট বুঝতে ভুল করেছেন। ‘উইকেট খুবই ফ্ল্যাট। উইকেটের ধরন বোঝার জন্য পাল্লেকেলেতে এটা আমার প্রথম টেস্ট। কৌশলগত দিক থেকে সম্ভবত এটা আমার জন্য ছিল কিছুটা বোকামি। আমরা বাংলাদেশকে গতি ও বাউন্সে পরাস্ত করতে চেয়েছিলাম। কিন্তু এটা চূড়ান্ত পর্যায়ের ফ্ল্যাট।’ ‘উইকেট আমাদের পুনরায় মূল্যায়ন করতে হবে। দ্বিতীয় টেস্টের উইকেট কেমন হবে, এটা আমাদের দেখতে হবে। পরের টেস্ট নিয়ে আগামীকাল আমরা আলোচনা করব, তবে আগে এই টেস্ট শেষ হোক।’

পূর্ববর্তী নিবন্ধশচীনের জন্মদিনে প্লাজমা দানের ঘোষণা
পরবর্তী নিবন্ধতারুণ্যে স্বপ্ন দেখছেন বিসিবি সভাপতি