সিজেকেএস প্রিমিয়ার ক্রিকেট লিগে জয়যাত্রা অব্যাহত রেখেছে ব্রাদার্স ইউনিয়ন। আগের খেলায় রাইজিং স্টার জুনিয়রকে হারাতে ঘাম ঝড়াতে হলেও গতকাল সহজ জয় পেয়েছে তারা। গতকাল বৃহস্পতিবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ব্রাদার্স ইউনিয়ন ১১২ রানের বড় ব্যবধানে ফ্রেন্ডস ক্লাবকে পরাজিত করে। ব্যাটে বলে চমৎকার নৈপুন্য দেখান বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক মোমিনুল হক। এ জয়ে ব্রাদার্স নিজেদের ৭ খেলার ছয়টিতেই জয় পেল। তারা ১টি খেলার পরাস্ত হয়েছে ইস্পাহানীর বিপক্ষে। অন্যদিকে ফ্রেন্ডস ক্লাব ৭ খেলার ৫টিতেই হার মেনেছে। তারা জয় পেয়েছে মাত্র ২টি খেলায়।
গতকাল টসে জিতে ব্রাদার্স প্রথমে ব্যাট করতে নামে। নির্ধারিত ৫০ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে ৩১৪ রানের বড় সংগ্রহ দাঁড় করায় তারা ফ্রেন্ডসের বিপক্ষে। ওপেনার শাহিদুল ইসলাম, মোমিনুল হক এবং শিশির দাশের অর্ধ শতকে ঐ রান করতে সমর্থ হয় ব্রাদার্স। দলীয় ৫৯ রানে প্রথম উইকেট হারায় তারা। ওপেনার মইনুল হোসেন মইন নিজস্ব ২৬ রানে আউট হয়ে যান। পরে মাহবুবুল করিম মিঠু শূন্য রানে বিদায় হলেও তৃতীয় উইকেট জুটিতে শাহিদুল এবং আল আমিন জুনিয়র ৬০ রান যোগ করেন। দলীয় ১২১ রানে শাহিদুল নিজস্ব ৫৪ রানে আউট হয়ে ফিরেন। ৫ম উইকেট জুটিতে মোমিনুল হক–শিশির দাশের ১০৯ রানের বদৌলতে দলীয় সংগ্রহ ২৫৮ তে উন্নীত হয়। এরপরই মোমিনুল ব্যক্তিগত ৫২ রানে বোল্ড হয়ে যান। শিশির ৭২ বলে ৭৯ রান করে অপরাজিত থাকেন। এছাড়া অন্যদের মধ্যে আল আমিন জুনিয়র ৩৬,ইয়াসির আলী চৌধুরী ১৪ এবং মাহমুদুল হাসান লিমন অপরাজিত ২২ রান করেন।
অতিরিক্ত থেকে আসে ৩১ রান। বোলিংয়ে ফ্রেন্ডস ক্লাবের সাইয়িদ সরকার এবং রায়হান রাফসান ২টি করে উইকেট নেন। ১টি উইকেট পান মেহেদি হাসান হাস্না। ৩১৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ফ্রেন্ডস ক্লাব ৪২.৩ ওভার খেলেই গুটিয়ে যায়। তারা ২০২ রান করে থেমে যায়। দলের পক্ষে মাহফিজুল ইসলাম ৪৪,আবুল হোসাইন মুন্না অপ. ৩২,রায়হান রাফসান ৩০,আবদুল্লাহ ওমর ২৫ এবং ওপেনার ফারদিন খান ২১ রান করেন। অতিরিক্ত রান হয় ২৫। বোলিংয়ে মোমিনুল হক ২৬ রান দিয়ে ৪টি উইকেট দখল করেন। ২টি উইকেট পান মাহমুদুল হাসান লিমন। ১টি করে উইকেট নেন আরমান হোসেন,জায়েদ উল্লাহ এবং ইয়াসির আলী চৌধুরী।
আজকের খেলা : শহীদ শাহজাহান সংঘ বনাম মোহামেডান স্পোর্টিং ক্লাব।











