জয়নাব ট্রেডিংয়ের এমডি কারাগারে

ব্যাংকের ১৬৫ কোটি টাকা আত্মসাৎ মামলা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১ মার্চ, ২০২২ at ৬:০৬ পূর্বাহ্ণ

ব্যাংকের ১৬৫ কোটি ৩৯ লাখ ৫৫ হাজার ৩৪৭ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা একটি মামলায় মেসার্স জয়নাব ট্রেডিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল্লাহ মাহমুদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল সোমবার মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত তাকে কারাগারে পাঠায়। এর আগে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন চেয়ে আবেদন করলে বিচারক তা নাকচ করে দেন। মহানগর পিপি ফখরুদ্দিন চৌধুরী আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল্লাহ মাহমুদের পাশাপাশি তার স্ত্রী রায়ান পিয়েরা নাহাসও আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত রায়ান পিয়েরা নাহাসের জামিন মঞ্জুর করেন।
গত ৪ জানুয়ারি দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এ মামলাটি করেন কার্যালয়ের সহকারী পরিচালক মো. ফজলুল বারী। এতে মোহাম্মদ আব্দুল্লাহ মাহমুদ, তার স্ত্রী রায়ান পিয়েরা নাহাস এবং অগ্রণী ব্যাংক আছদগঞ্জ শাখার সাবেক ব্যবস্থাপক ও সহকারী মহাব্যবস্থাপক (সাময়িক বরখাস্তকৃত ও বর্তমানে অবসরপ্রাপ্ত) এম মর্তুজ আলী চৌধুরী ও প্রিন্সিপাল অফিসার ও বৈদেশিক বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক (সাময়িক বরখাস্তকৃত) পলাশ রঞ্জন তালুকদারকে আসামি করা হয়। মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজসে ঋণ মঞ্জুরিসীমা লঙ্ঘন করে ব্যাংকের ৯২ কোটি ১৮ লাখ ২৫ হাজার ৪৬২ টাকা আত্মসাৎ করেন। গত বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে সুদে-আসলে যা ১৬৫ কোটি ৩৯ লাখ ৫৫ হাজার ৩৪৭ টাকায় পরিণত হয়। দুদক সূত্র জানায়, মঞ্জুরিসীমা লঙ্ঘন করে অর্থ আত্মসাৎ করায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫/২ ধারায় অভিযোগ আনা হয়।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষা উপমন্ত্রীর শোক
পরবর্তী নিবন্ধভূমিমন্ত্রীর শোক