জয়তু আজাদী। জয়তু কবিতা

আবু মুসা চৌধুরী | সোমবার , ২২ আগস্ট, ২০২২ at ৮:০৯ পূর্বাহ্ণ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এখন বিশ্বপ্লাবী সর্বভুক জনগ্রাসী এক শক্তি। আঙুলের ডগার একটু ছোঁয়া মাত্রই মুহূর্তের মধ্যে এ ভূমণ্ডলের উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম সমস্ত গোলার্ধে গতায়ত, সময় সভ্যতা ও বিজ্ঞানের এক বর বৈ কি! ফেসবুক আসার পর আমিও নিমজ্জিত হলাম।
এই সর্বাধুনিক সহায়ক সংযোগ প্ল্যাটফর্মে, পোস্ট করা কবিতা দৈনিক আজাদীতে প্রতিদিন প্রকাশিত হয়। আমার ধারণা এ এক নতুন সম্ভাবনা ও বিপ্লব- কবিতার অনন্য উচ্চতায় পৌঁছে যাওয়া। কবিতাকে এই নতুন মর্যাদায় সমাসীন করার জন্যে দৈনিক আজাদী কর্তৃপক্ষকে প্রাণ-নিংড়ানো শুভেচ্ছা- ভালোবাসা ধন্যবাদ। জয়তু আজাদী। জয়তু কবিতা।

পূর্ববর্তী নিবন্ধশিশুর বিকাশে…
পরবর্তী নিবন্ধভূমি উন্নয়ন, বন্ধক, ফ্ল্যাট বা জমি কিনতে কী কী সাবধানতা অবলম্বন করতে হবে