জড়িত থাকলে রাজনীতি ছেড়ে দেব: শাহবাজ শরিফ

| সোমবার , ৭ নভেম্বর, ২০২২ at ১০:৪৬ পূর্বাহ্ণ

ইমরান খানের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার সামান্য প্রমাণ থাকলেও রাজনীতি ছেড়ে দেবেন বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। গত বৃহস্পতিবার আগাম নির্বাচনের দাবিতে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের লংমার্চ চলাকালে পাঞ্জাবের ওয়াজিরাবাদে ওই হামলা হয়।

এতে দলীয় একজন কর্মী নিহত হন এবং আহত হন ইমরান খান ও পিটিআইয়ের কয়েকজন নেতাসহ ১৪ জন। ইমরান খান তার ওপর হামলার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা আইএসআই-এর শীর্ষ কর্মকর্তা মেজর জেনারেল ফয়সালকে দায়ী করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেনাবাহিনী অভিযোগ আগেই প্রত্যাখ্যান করেছেন। শনিবার প্রধানমন্ত্রী শরিফ সর্বশেষ অভিযোগ বেশ জোরালভাবেই প্রত্যাখ্যান করলেন বলে জানিয়েছে পাকিস্তানের ‘দ্য ডন’ পত্রিকা।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বন্দুক হামলায় গুলিবিদ্ধ ১২
পরবর্তী নিবন্ধআমরা ইরানকে মুক্ত করব: বাইডেন