জ্যোতির্ময় আলোর ফুলকি

সাহাদাত হোসাইন সাহেদ | মঙ্গলবার , ২০ ডিসেম্বর, ২০২২ at ১০:২২ পূর্বাহ্ণ

যারা মুক্তিযুদ্ধ দেখেনি, তারা অবাক হতে পারেন, ভুল তথ্যে প্ররোচিত হন। দেশের মুক্তি একদিনে আসেনি। সৈনিকের ফুৎকারে জনতার ঢল পড়েনি। সাদাসিধা এক অকুতোভয়ী নেতা, বাঙালির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধুর অবারিত সংগ্রাম ও ডাকে বাংলার মানুষ ঝাপিয়ে পড়ে যুদ্ধে। অর্জন করে লাল সবুজের পতাকা।

তাই নিন্দুকের মুখে ছাই দিয়ে বলতে পারি, বাংলাদেশ ও বঙ্গবন্ধু সমার্থক। জনক তুমি ওপারে, তোমাকে খুন করে এরা ভেবেছিল সব শেষ, তুমি আছো পদ্মা মেঘনা ধলেশ্বরী বিস্তৃত বাংলাদেশে। আর এপারে আছেন তোমার রক্তের নহর সবুজ বাঙলার চিত্রে আলোকিত সবে ধন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু মাতামুহুরী হয়ে মাতারবাড়ি বন্দর উন্নয়নের রূপরেখা গেঁথেই দৃশ্যমান হবে পানির তলদেশে গড়া বঙ্গবন্ধু ট্যানেল, আধুনিক ছোঁয়াই গড়ছেন মেট্রোরেল, বে বন্দর সহ মীরসরাই ইকোনমি জোন।

ছোঁয়া লেগেছে সড়ক, প্রযুক্তি সহ নানা মডেল কার্যক্রমে। তাই বলি, দেশের জন্য প্রাণময় এমন মমতাময়ী নেত্রী বার বার ক্ষমতায় থেকে করুক যুগের উন্মোচন। উন্নয়নে যোগ্য হাত বয়ে আসুক উন্নযন শীল দেশের সর্বধারা।

সিঙ্গাপুর, মালেশিয়া জীবন্ত দৃষ্টান্তের সুদৃশ্য ছায়া দেখতে পায়। এগিয়ে যাক বাংলাদেশ। আমি বিজয়ের গান গাই, আমি লাল সবুজের পতাকা হাতে বিজয়ের পথ মাড়াতে চাই। আমি স্বপ্নময় জাগরণে জ্যোতির্ময় আলোর ফুলকি দেখিতে পায়।

পূর্ববর্তী নিবন্ধঘৃণ্য যৌতুক প্রথা চিরতরে উৎপাটন করা হোক
পরবর্তী নিবন্ধযেখানে থাকো ভালো থেকো মা