জ্যৈষ্টপুরা কেন্দ্রীয় বিহারে বুদ্ধ জয়ন্তী ও বোধিমেলা

| শনিবার , ১৩ মে, ২০২৩ at ৭:৫৪ পূর্বাহ্ণ

বোয়ালখালীর জ্যৈষ্টপুরা কেন্দ্রীয় বিহারে বুদ্ধ জয়ন্তী ও বোধিমেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ৯টায় বিহার আঙ্গিনায় অষ্টপরিষ্কারসহ সংঘদান ও আলোচনা সভা আর্যকীর্তি মহাথের এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ড. উপানন্দ মহাথের।

বিহারাধ্যক্ষ শ্রদ্ধানন্দ থেরোর উদ্বোধনী ভাষণে ও তাপস বড়ুয়ার সঞ্চালনায় এতে প্রধান ধর্মদেশক ছিলেন ধর্মানন্দ থের। বিশেষ অতিথি ছিলেন বোধিপ্রিয় থেরো, পরমানন্দ মহাথের, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মোকারম। রুপক বড়ুয়ার স্বাগত বক্তব্যে এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের নেতা বিনয় ভূষণ বড়ুয়া, স্বদেশ কুসুম বড়ুয়া, সমীরণ বড়ুয়া, কাজল প্রিয় বড়ুয়া, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্ঠাতা উদ্যোক্তা অধীর বড়ুয়া, সাধারণ সম্পাদক পল্টু কান্তি বড়ুয়া, সাবেক সাধারণ সম্পাদক ডা. মিহির বরণ বড়ুয়া, বিশ্বজিৎ বড়ুয়া, তড়িৎ বড়ুয়া, কল্যাণমিত্র বড়ুয়া, তরুণ কান্তি বড়ুয়া, উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নান্টু বিকাশ বড়ুয়া প্রমুখ। কৃতজ্ঞতা প্রকাশ করেন রাজু বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদুর্ঘটনায় নিহত অটোরিকশা চালকের পরিবারকে আর্থিক অনুদান
পরবর্তী নিবন্ধহালিশহর উপকূলে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে শুকনো খাবার বিতরণ