জ্যাম দ্রুত শেষ হবে

| মঙ্গলবার , ২৭ এপ্রিল, ২০২১ at ৬:৫৪ পূর্বাহ্ণ

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা দীর্ঘদিন থেকে বড় পর্দায় নেই। তবে তার দুটি চলচ্চিত্র ‘জ্যাম’ ও ‘গাঙচিল’ মুক্তির অপেক্ষায়। ছবি দুটি দিয়ে বড় পর্দায় দর্শকের সামনে ফিরতে চান এই অভিনেত্রী। তবে সিনেমা দুটির কাজ দ্রুত শেষ না হওয়ায় হতাশা প্রকাশ করলেও ‘জ্যাম’-এর দ্রুত শেষ করার কথা বলেন অভিনেত্রী। পূর্ণিমা বলেন, ‘জ্যাম’ সিনেমাটির সামান্য কাজ বাকি আছে। স্ক্রিপ্ট অনুযায়ী মাত্র ৭ দিনের কাজ শেষ করলেই সিনেমাটি শেষ হয়ে যাবে। এই অভিনেত্রী বলেন, সিডিউল জটিলতা ও করোনার প্রকোপের কারণে এর কাজটি দ্রুত শেষ করা সম্ভব হয়নি। তবে সিনেমাটি দ্রুতই শেষ হবে বলে আশা প্রকাশ করেন পূর্ণিমা। তবে সিনেমাটি শেষ করার জন্য ঈদের পর কিংবা যেকোনো সময় আমার সাথে যোগাযোগ করে সিডিউল চাইলে আমি সিডিউল দেব। আমি চাই, সিনেমাটি শেষ করে দ্রুত মুক্তি দেয়া হোক। পূর্ণিমার একটি গান ও ঋতুপর্ণার একটি দৃশ্যের কাজ হলেই সিনেমাটি শেষ হয়ে যাবে। ‘জ্যাম’ সিনেমায় জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও পূর্ণিমা। নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় এই সিনেমায় আরো অভিনয় করছেন কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্ত, চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, চম্পা, ফজলুর রহমান বাবুর মতো গুণী অভিনয়শিল্পীরা। প্রয়াত বিশিষ্ট সাংবাদিক আহমেদ জামান চৌধুরীর মূল ভাবনায় ‘জ্যাম’ সিনেমার কাহিনী বিন্যাস করেছেন শেলী মান্না।

পূর্ববর্তী নিবন্ধ‘ডুব’ অভিনেত্রী পার্ণো করোনা পজিটিভ
পরবর্তী নিবন্ধ‘হেই গুগল’ ছাড়াই ভয়েস কমান্ড ফিচার পরীক্ষায় গুগল