জ্বালানি নিরাপত্তায় প্রিপেইড ও ইভিসি মিটার স্থাপন হচ্ছে

কেজিডিসিএলে আলোচনা সভায় বক্তারা

| বৃহস্পতিবার , ১০ আগস্ট, ২০২৩ at ৫:৩৬ পূর্বাহ্ণ

জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) প্রধান কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা গতকাল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য শিল্পায়নের কোনো বিকল্প নেই। শিল্পায়ন করতে গেলে জ্বালানি নিশ্চিত করতে হবে। এটি বুঝতে পেরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ৯ আগস্ট তৎকালীন শেল অয়েল কোম্পানির কাছ থেকে পাঁচটি গ্যাস ফিল্ড (তিতাস, বাখরাবাদ, হবিগঞ্জ, কৈলাশটিলা ও রশিদপুর) ক্রয় করে জ্বালানি খাতে সরকারি মালিকানার শুভ সূচনা করেন। বঙ্গবন্ধুর দূরদর্শী চিন্তা ও বিচক্ষণ দৃষ্টিভঙ্গির কারণে বাংলাদেশ সরকার নাম মাত্র মূল্যে উল্ল্ল্লিখিত পাঁচটি গ্যাস ফিল্ড ক্রয় করে, যা অদ্যাবধি বাংলাদেশের জ্বালানি ক্ষেত্রে এবং দেশের অর্থনীতিতে অসামান্য অবদান রেখে চলেছে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে দেশীয় কোম্পানির মাধ্যমে জ্বালানি খাতের কার্যক্রমকে উৎসাহ ও পৃষ্ঠপোষকতা প্রদান করেছেন। সে ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্যাসসহ অন্যান্য জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার ও নিরাপদ জ্বালানি ব্যবহারে সচেতনতা বৃদ্ধি কল্পে বহুমাত্রিক কর্মসূচি গ্রহণ করেছেন। তাছাড়া, সরকার জ্বালানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিরন্তর কাজ করে চলছে। অধিকতর জ্বালানি নিরাপত্তার স্বার্থে কোম্পানি প্রিপেইড ও ইভিসি মিটার স্থাপন করা হয়েছে, যা আগামীতে অব্যাহত থাকবে। সভায় মহাব্যবস্থাপক, উপমহাব্যবস্থাপক, কর্ণফুলী গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্মচারী ইউনিয়নের (সিবিএ) নেতৃবৃন্দসহ কোম্পানির সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটির ইইই বিভাগে সেমিনার
পরবর্তী নিবন্ধএলএনজি পেতে সামিট, এক্সিলারেটের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি হচ্ছে