জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রভাব ভোগ্যপণ্যে

বাজারে বেড়েছে প্রায় সব পণ্যের দাম

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৯ নভেম্বর, ২০২১ at ৫:৪১ পূর্বাহ্ণ

জ্বালানি তেল ডিজেলের দাম বৃদ্ধির প্রভাবে প্রায় সব ভোগ্যপণ্যের দাম বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, ডলারের মূল্য এবং আন্তর্জাতিক বাজারে দরবৃদ্ধির কারণে অনেকদিন ধরে নিত্যপণ্যের বাজার চড়া। কারণ পণ্য পরিবহন বন্ধ থাকার জেরে বন্দর থেকে খালাস হচ্ছে না। তবে পণ্য পরিহন ধর্মঘট উঠে গেলে ট্রাক-কাভার্ডভ্যানের ভাড়া কি পরিমাণে বাড়ে সেটিও পণ্যের দামে প্রভাব পড়তে পারে। খাতুনগঞ্জের পাইকারী বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, গত দুই দিনের ব্যবধানে প্রতি কেজি চিনি ২ টাকা বেড়ে বর্তমানে বিক্রি হচ্ছে ৭২ টাকা। পেঁয়াজ কেজিতে ৩ টাকা বেড়ে ৪০ টাকা, আদা কেজিতে ৪ টাকা বেড়ে ৯০ টাকা, রসুন কেজিতে ৫ টাকা বেড়ে ৯৫ টাকা, লাল মরিচ কেজিতে ৫ টাকা বেড়ে ১৮৫ টাকা, মসুর ডাল কেজিতে ২ টাকা বেড়ে ৮২ টাকা, মটর ডাল কেজিতে ২ টাকা বেড়ে ৪১ টাকা, ছোলা কেজিতে ২ টাকা বেড়ে ৬১ টাকা, হলুদ কেজিতে ৩ টাকা বেড়ে ১০৫ টাকা, চিকন জিরা কেজিতে ১০ টাকা বেড়ে ২৭০ টাকা, দারচিনি কেজিতে ১০ টাকা বেড়ে ৩৩৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে স্থিতিশীল রয়েছে ভোজ্যতেলের বাজার। বর্তমানে সয়াবিন প্রতি কেজি ১৪৭ টাকা এবং পাম তেল প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়।
জানতে চাইলে চাক্তাই খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন বলেন, ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে পণ্য পরিবহন বন্ধ রেখেছে মালিকপক্ষ। এতে চট্টগ্রাম বন্দর থেকে পণ্য খালাস হচ্ছে না। যার প্রভাব ইতোমধ্যে বাজারে পড়া শুরু হয়েছে। এছাড়া ব্যবসায়ীদের বর্তমানে প্রতি কন্টেনারে ১০০ ডলার ডেমারেজ দিতে হচ্ছে। এভাবে চলতে থাকলে ভোগ্যপণ্যের বাজার আরো অস্থির হয়ে উঠবে।
কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এসএম নাজের হোসেন বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির মধ্যেই নতুন ইস্যু সংযোজন হলো ডিজেলের মূল্য বৃদ্ধি। এখন বাজারে এর নেতিবাচক পড়া শুরু হয়ে গেছে। ব্যবসায়ীরা তাদের স্বভাবসুলভ পণ্যের দাম বাড়িয়ে দিবেন। মাঝখানে খরচের চাকায় পিষ্ট হবেন ক্রেতারা। এটাই সব সময় হয়ে আসছে। প্রশাসনের কাছে অনুরোধ জানাবো, জনগণের কথা চিন্তা করে যেন ভোগ্যপণ্যের বাজারে অভিযান চালানো হয়। কারণ ব্যবসায়ীরা একেক সময় একেক অজুহাতে পণ্যের দাম বৃদ্ধি থাকেন। তাদের অজুহাতের শেষ নেই।

পূর্ববর্তী নিবন্ধএ বছরও প্রাথমিকে অটো পাস
পরবর্তী নিবন্ধরাউজানে অত্যাধুনিক অস্ত্রসহ যুবক গ্রেপ্তার