জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন

জাসদের মানববন্ধনে বক্তারা

| শনিবার , ২০ আগস্ট, ২০২২ at ৭:৩২ পূর্বাহ্ণ

নগরীর ইপিজেড চত্বরে জ্বালানি তেল, সারসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে জাসদের উদ্যোগে গতকাল শুক্রবার বিকেল ৪টায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মফিজর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জসিমুদ্দিন বাবুল। বক্তব্য রাখেন জাসদ উপদেষ্টা পরিষদের সদস্য আহম্মদ শরীফ, কেন্দ্রীয় কমিটির সদস্য বেলায়েত হোসাইন, মোহাম্মদ হোসাইন, জাসদ নেতা নুরল আবছার, আ ত ম জাফরুল আলম, শ্রমিক জোট জেলা সভাপতি বোধিপাল বড়ুয়া, জাসদ নেতা আব্দুল লতিফ, শহিদুল ইসলাম রিপন, পতেঙ্গা থানা জাসদ সভাপতি হাজী সোলেমান, বন্দর থানা জাসদ সাধারণ সমপাদক হারুন উর রশিদ, হালিশহর থানা জাসদ সভাপতি সাইদুর রহমান আরমান, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইউসুফ, জাসদ নেতা আব্দুল হাই, মইনুল আলম, শহিদুল্লাহ, মহিউদ্দীন মোহন, অনুস্মৃতি চাকমা, বশির নুর জিলানী, সাদ্দাম হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জসিমুদ্দিন বাবুল বলেন, জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। মুনাফাখোর ব্যবসায়ীরা এই সুযোগকে কাজে লাগিয়ে বাজারকে অস্থিতিশীল করে তুলেছে। সাধারণ মানুষের পক্ষে এখন জীবনধারণ দুঃসহ হয়ে পড়েছে। তাই অনতিবিলম্বে জ্বালানি তেলের দাম বিশ্ব বাজারের সাথে সামঞ্জস্য রেখে কমাতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধধারণ করতে হবে বঙ্গবন্ধুর আদর্শ
পরবর্তী নিবন্ধইব্রাহিম কন্ট্রাক্টর