বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন বছরের প্রথম দিন জ্বালানি তেলের দাম লিটারে দুই টাকা কমিয়ে আনা হয়েছে। প্রতি লিটার ডিজেলের দাম ১০৪ টাকা থেকে কমিয়ে ১০২ টাকা নির্ধারণ করা হয়েছে। পেট্রলের দাম প্রতি লিটার ১২০ টাকা থেকে কমিয়ে ১১৮ টাকা এবং অকটেনের দাম ১২৪ টাকা থেকে কমিয়ে ১২২ টাকা করা হয়েছে। এছাড়া প্রতি লিটার কেরোসিনের দাম ১১৬ টাকা থেকে কমিয়ে ১১৪ টাকা করা হয়েছে। খবর বিডিনিউজের।
২০২৪ সালের মার্চ থেকে সরকার বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে জ্বালানি তেলের দাম স্বয়ংক্রিয় পদ্ধতিতে নির্ধারণ করে আসছে। ডিসেম্বরে এসব জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা বাড়ানো হয়েছিল। আর জানুয়ারির ১ তারিখ থেকে তা আবার ২ টাকা কমানো হল। বুধবার মধ্যরাত থেকেই নতুন দাম কার্যকর হয়েছে বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।











