এ যেন এক মরার উপর খড়ার গাঁ, দেশে লাগামহীন দ্রব্যেমূল্যের উর্ধ্বগতির পাশাপাশি হুট করে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় জ্বালানি তেলের মূল্য। যা একদিকে পরিবহন ভাড়া বাড়াতে শুরু করেছে অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহকারী যানবাহনের উপর প্রভাব ফেলেছে এতে করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম আরো চড়া হতে শুরু করেছে। যেখানে ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি বেড়েছে ১০-১৫ টাকা সেখানে তারা জন প্রতি ভাড়া বৃদ্ধি করেছে ৫ টাকা এতে করে পায়দা লুটছে পরিবহন শ্রমিক-মালিক, ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ জনগণ। এমন পরিস্থিতিতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ জনগণের। অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজারে আগুন। ছেলে-মেয়ের পড়াশোনার খরচ, বাসা ভাড়া, ব্যাংকের কিস্তি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাড়তি ভাড়া সবকিছু মিলিয়ে জনজীবন পরিচালনা কঠিন হয়ে পড়েছে বিশেষ করে নিম্নবৃত্ত, মধ্যবৃত্ত ও কেটে খাওয়া মানুষদের। করোনার ধাক্কা সামলাতে না সামলাতে জনগণকে এখন আরো একটা ধাক্কার সম্মুখীন হতে হচ্ছে মাসের অধিক সময় ধরে। যা সত্যিই উদ্বেগজনক। মানুষ ঠিক মতো পারছেনা মুখে দু’মুটো ভাত তুলে দিতে। কারণ ব্যয় যেভাবে বাড়ছে চাকরীজীবি ও কেটে খাওয়া মানুষের আয় কিন্তু থেকেছে স্থির। ফলে তারা আয়ের সাথে ব্যয় মিলাতে হিমসিম খাচ্ছে। আমাদের দেশে যেকোন কিছুর দাম একবার বাড়লে তা আর সহজে কমে না। কমলেও তা খুব কম, যে হারে বাড়ে সে হারে কমে না। এরূপ পরিস্থিতিতে সরকার ও প্রশাসন যদি কঠোরভাবে নিয়ন্ত্রণের ব্যবস্থা না নেয় তাহলে এদেশের পরিস্থিতি দিনের পর দিন আরো কঠিনের দিকে যাচ্ছে বলে মনে হয়। তাই সরকারের উচিত হবে অতি শীঘ্রই সব শ্রেণি-পেশার মানুষের কথা বিবেচনা করে লাগামহীন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ও জ্বালানি তেল ও গ্যাসের মূল্যহ্রাসে যথাযথ পদক্ষেপ নেয়া।