জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যোর ঊর্ধ্বগতির প্রতিবাদ

| মঙ্গলবার , ১৬ আগস্ট, ২০২২ at ১০:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক জেলি চৌধুরী বলেছেন, জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে মানুষের ক্রয় ক্ষমতা কমে গিয়েছে। যে হারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে সে হারে মানুষের আয় বৃদ্ধি পায়নি। যার ফলে মধ্যবিত্ত ও নিন্মমধ্যবিত্ত এবং নিন্ম আয়ের মানুষ পরিবারের ভরণ পোষণ চালাতে হিমসিম খাচ্ছে। তিনি শনিবার নগরীর কাজীর দেউরী এলকায় জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চট্টগ্রাম মহানগর মহিলা দলের বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যে এসব কথা বলেন। মহানগর মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুন নাহার লিজার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জিন্নাত রাজ্জাক, সায়রা বেগম, জোহুরা বেগম, পারভিন আকতার, এড. সানজিদা আকতার সানজি, সামসুন নাহার, জাহানারা বেগম, সেনোয়ারা বেগম, রোকসানা আকতার, নাজমা বেগম, কহিনুর বেগম, জিন্নাত আরা, উম্মে কুলসুম, ইয়াসমিন আকতার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব-ইতিহাসে বঙ্গবন্ধুর খুনিরা চিরকাল ঘৃণিত হয়ে থাকবে : ড. অনুপম সেন
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে করোনায় আক্রান্ত ৭ জন