মহামারী আর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে জনজীবনে নাভিশ্বাসের মধ্যে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়েছে বাম দলগুলো। আইএমএফকে ‘খুশি’ করতেই সরকার এমন পদক্ষেপ নিয়েছে বলে বাম নেতাদের অভিযোগ। এদের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের জোট শরিক দলের নেতা রাশেদ খান মেনন একে তুলনা করেছেন ‘বিষ গেলার সঙ্গে’। খবর বিডিনিউজের।
জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে গণ পরিবহনের ভাড়া বাড়ার পাশাপাশি নিত্যপণ্যের দাম আবার বাড়বে বলে উদ্বেগ রয়েছে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টি এক বিবৃতিতে বলেছে, আগের দিন জ্বালানি তেলের মূল্য সহনীয় মাত্রায় বাড়ানোর কথা বলে রাতের বেলায় পেট্রোল, ডিজেল, কেরোসিন ও অকটেনের মূল্য প্রায় ৪৫ ভাগ বৃদ্ধি অযৌক্তিক এবং জনগণের প্রতি সংবেদনহীনতার চরম বহিঃপ্রকাশ। এমনিতেই মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনজীবনে ত্রাহি অবস্থা; তার উপর এই মূল্যবৃদ্ধি জনজীবনে কঠিন সঙ্কট তৈরি করবে। ওয়ার্কার্স পার্টির অভিযোগ, ঋণ পেতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত অনুযায়ী জ্বালানি খাতের ভর্তুকি প্রত্যাহার করতে সরকার মূল্যবৃদ্ধি ঘটিয়ে তা জনগণের ওপর চাপিয়েছে।
শনিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ঘাটতি সমন্বয়ের নামে আইএমএফর শর্ত মানার মধ্য দিয়ে সরকার বিষ গিললো। এই বিষ এখন অর্থনীতির দেহে ছাড়িয়ে রাজনীতি ও সমাজে বিস্তৃত হবে। তিনি বলেন, আইএমএফ যেসব দেশে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়, সেসব দেশেই অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হয়।
১৪ দলের আরেক শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক বিবৃতিতে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে। তারা বলছেন, জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিশেষ করে ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি গণপরিবহন, পণ্য পরিবহন, কৃষি সেচসহ সামগ্রিক অর্থনীতি ও উৎপাদন মারাত্মক নেতিবাচক ও ক্ষতিকর প্রভাব ফেলবে। এর ফলে জনজীবনে দুর্ভোগ ও দুর্দশা বহুগুণ বেড়ে গিয়ে নাভিশ্বাস উঠবে।
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি পল্টনে এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ-মার্ক্সবাদী) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেছে। বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ-খালেকুজ্জামান) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ এক বিবৃতিতে বলেন, দুর্নীতি ও লুটপাটের বোঝা জনগণের কাঁধে চাপিয়ে দুর্বৃত্ত তোষণের রাজনীতি চলছে। জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে বাম ঐক্য ফ্রন্ট বলছে, মড়ার ওপর খাঁড়ার ঘায়ের মত মধ্যরাতে অস্বাভাবিক হারে জ্বালানি তেলের মূল্য বাড়িয়ে দিয়েছে সরকার।












