জ্বালাও-পোড়াও নয়, আন্দোলনের অধিকার সবার আছে : তথ্যমন্ত্রী

| সোমবার , ১৩ নভেম্বর, ২০২৩ at ৯:৫৫ পূর্বাহ্ণ

আন্দোলন করার অধিকার সব রাজনৈতিক দলের থাকলেও জ্বালাওপোড়াওয়ের অধিকার যে কারো নেই, সে কথা মনে করিয়ে দিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেছেন, জ্বালাওপোড়াওয়ের অধিকার আছে বলে জাতিসংঘ বলেছে, এটা আমি মনে করি না। জাতিসংঘ এটা বলেনি। আন্দোলন করার অধিকার আছে। সরকারের পদত্যাগ চাওয়ার অধিকার আছে। আমার পদত্যাগ চাওয়ার অধিকার আছে, সেই অধিকার সবার আছে। কিন্তু সেটা মানে এই নয় যে গাড়িঘোড়া পোড়ানো। এটিকে কেউ সমর্থন করেনি। গতকাল রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর আন্দোলন নিয়ে জাতিসংঘের বিবৃতির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে এ কথা বলেন তথ্যমন্ত্রী। খবর বিডিনিউজের।

তথ্যমন্ত্রী বলেন, ইউরোপীয় পার্লামেন্টের অনেক সদস্য অবরোধের নামে বিএনপির জ্বালাওপোড়াওয়ের নিন্দা করেছেন। বিএনপি নানাভাবে অনেককে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। কিন্তু তাদের এই কর্মকাণ্ড কেউ সমর্থন করেনি, করতে পারে না। অবরোধের ঘোষিত সময়ের আগেও সন্ধ্যার পরে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। সে প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, এটি কোনো রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারে না। এগুলোকে শুধু সন্ত্রাসী কর্মকাণ্ড বললে কম হবে। মানুষের সহায়সম্পত্তিতে চোরাগোপ্তা হামলা চালানো হচ্ছে। একটি গাড়ি পোড়ানো মানে একটি পরিবারকে পুড়িয়ে দেওয়া।

চোরাগোপ্তা হামলার সমালোচনা করে হাছান বলেন, যারা রাজনীতি করেন তারা এ কাজ করতে পারেন না। তারা রাস্তায় নেমে এসে ব্যারিকেড দিক, মানুষকে বলুক, আমরা অবরোধ ডেকেছি, আপনারা পালন করুন; সেটি তো তারা করে না।

মাতারবাড়ি সমুদ্র বন্দরের কারণে সামুদ্রিক বাণিজ্যের দুয়ার ও সম্ভাবনা খুলে গেছে মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, সেখানকার পুরো এলাকা বদলে গেছে। কক্সবাজার শহর বদলে গেছে। এভাবে দেশের প্রতিটি শহর ও গ্রাম বদলে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন এই উন্নয়ন করে যাচ্ছেন, তখন দেশ ধ্বংসের জন্য পেট্রোল বোমা নিক্ষেপ করা হচ্ছে জনগণের ওপর। তারা কোনো উন্নয়ন দেখতে পান না। এই ধ্বংস ও পেট্রোল বোমার বিরুদ্ধে সবাই মিলে স্বোচ্চার হলে আমি মনে করি এগুলো বন্ধ হবে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারা-চন্দনাইশ ২১ কিমি বিকল্প সড়কের চিন্তা
পরবর্তী নিবন্ধবন্যপ্রাণী পাচারের নিরাপদ রুট চট্টগ্রাম