বিএনপি–জামায়াত আহুত হরতাল অবরোধ কর্মসূচি চলাকালে জনগণের জানমালের নিরাপত্তার সুরক্ষায় পূর্ব নির্ধারিত স্থানগুলোতে দলীয় নেতাকর্মীদের শান্তি ও উন্নয়ন সমাবেশ করার নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী।
এ সময় তিনি বলেন, জ্বালাও পোড়াও এবং অগ্নিসন্ত্রাস যাতে কোথাও না ঘটে সেদিকে লক্ষ্য রেখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। বিএনপি–জামাত যদি আবারো জ্বালাও পোড়াও করে পোড়া মাটির নীতি গ্রহণ করে পথ ধরে তাহলে তাদেরকে ঘটনাস্থলেই নিশ্চিহ্ন করা হবে। তিনি গতকাল শনিবার সন্ধ্যায় দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের জরুরি বৈঠকে সভাপতির বক্তব্যে একথা বলেন। সভায় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, দপ্তর সম্পাদক সৈয়দ হাসান মাহমুদ শমসের, তথ্য গবেষণা সম্পাদক চন্দন ধর, ত্রাণ সমাজ কল্যাণ সম্পাদক হাজী মোঃ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, নির্বাহী সদস্য বখতেয়ার উদ্দীন খান, হাজী রোটারিয়ান মোঃ ইলিয়াছ, ওয়ার্ড আওয়ামী লীগের সৈয়দ মোঃ জাকারিয়া সহ ভ্রাতৃপ্রতীম ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।