জ্বলন্তবর্ষা ও দুজন

সারাফ নাওয়ার | বৃহস্পতিবার , ৩১ আগস্ট, ২০২৩ at ৬:২৪ পূর্বাহ্ণ

বর্ষার সবুজ বৃষ্টিতে স্নানরত দ্বিগবিদিক দশদিক।

পথেমাঠে, বহুতল ভবনের দেয়ালের গায়ে,

মোড়েমোড়ে উৎসবমত্ত প্লুত বৃষ্টি।

জ্বলন্তবর্ষা মনে মায়ার প্লাবন। কে যেন ডাকছে কাকে?

উৎসুক মন সাড়া দেবে না তাও।

ধূসর জীবনে বুকের গহীনে জেগেছে তুমুল প্রণয়।

বৃষ্টি কেন থামে না, নদী কেন জলপ্লাবিত?

এই যাতনাই উপভোগের।

বিষণ্ন দীপ্ত, শৌর্যবীর্যে ভূআলোয় প্রজ্জ্বলিত নিসর্গপুরুষ,

এই বর্ষার আরাধ্য।

তাহাতে স্নাত হবে বলে জানালার আরশি ছুঁয়ে

বৃক্ষজগতে বরিষণ।

বিরহিত সময়ে কী আছে প্রণয়ে,

কার জন্য বারণ মেঘলা রঙের এদিনের জলপ্লাবন!

বিরহের শুশ্রুষায় শ্রাবণকে যে বিদায় জানায়,

তা কি আর বৃষ্টি জানে, না জানে নিসর্গপুরুষ?

জলন্ত বরষায় জলগাহন প্রেমিক

দূরবিরহী দূর থেকে ভেবে চোখ জুড়ায়।

দুজনের মাঝখানে এই বরিষণ দুটো সময়ের ব্যবধান হয়ে

আজ নাহয় থেকে গেলো,

এই বর্ষাগ্নি আজ নাহয় তার কিছুই জানলো না

পূর্ববর্তী নিবন্ধআজও যেন
পরবর্তী নিবন্ধপ্রতিযোগিতাপূর্ণ এই বিশ্বে দক্ষতা ও অপরিহার্যতার বিকল্প নেই