রাশিয়ার দখলে থাকা বন্দরনগরী সেভাস্তোপোলের একটি জ্বালানি সংরক্ষণাগার আগুনে জ্বলছে বলে জানিয়েছেন সেখানকার মস্কো নিয়োগকৃত গভর্নর। ইউক্রেনের ড্রোন হামলায় সংরক্ষণাগারটিতে আগুন ধরে যায় বলেই ধারণা করা হচ্ছে, বলেছে বার্তা সংস্থা রয়টার্স। আগুন এখনও জ্বললেও তা নিয়ন্ত্রণে এসে গেছে, কেউ আহত হয়নি, বলেছেন গভর্নর মিখাইল রাঝভোঝায়েভ। জ্বালানির চারটি ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে, কার্যত সেগুলো পুড়ে ছাই হয়ে গেছে, নিজের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওতে এমনটাই বলেছেন তিনি। ২০১৪ সালে রাশিয়া ইউক্রেনের এই ক্রাইমিয়া অঞ্চলের দখল নেয়, ২০২২ সালের ফেব্রুয়ারিতে মস্কো প্রতিবেশী দেশটিতে সেনা পাঠানোর পর থেকে ক্রিমিয়া একাধিক বিমান হামলার মুখে পড়েছে। খবর বিডিনিউজের।
সেসব হামলার জন্য রাশিয়া ইউক্রেনকে দায়ী করে এলেও কিয়েভ দায় স্বীকার বা অস্বীকার কোনোটিই করেনি। শনিবারও ইউক্রেনের সশস্ত্র বাহিনীর এক মুখপাত্র বলেছেন, সেভাস্তোপোলের জ্বালানি সংরক্ষণাগারে অগ্নিকাণ্ডের সঙ্গে ইউক্রেনের সম্পৃক্ততা আছে কিনা, এ বিষয়ক কোনো তথ্য তার কাছে নেই।