জ্বর, সর্দি, কাশি তাড়াতে সুজনের মৌসুমি ফল বিতরণ

| সোমবার , ৯ অক্টোবর, ২০২৩ at ১০:২৭ পূর্বাহ্ণ

জ্বর, সর্দি, কাশি তাড়ানজাম্বুরা, আমড়া, আমলকি খান এই স্লোগানে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রোগী, নগরীতে কর্তব্যরত পুলিশ সদস্য, সিএনজি চালক, রিঙা চালক, সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মী, বাসের সহকারী, পথচারীসহ সর্বসাধারণের মাঝে মৌসুমি ফল বিতরণ করেন মহানগর ১৪ দলের সমন্বয়ক খোরশেদ আলম সুজন। গতকাল রোববার নগরীর বিভিন্ন এলাকায় এসব মৌসুমি ফল বিতরণ করেন তিনি।

ফল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি, নাগরিক উদ্যোগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ, সদস্য সচিব মো. হোসেন, এছহাক চৌধুরী, মো. শাহজাহান, মো. ফোরকান, সোলেমান সুমন, শহীদুল আলম লিটন, মনিরুল হক মুন্না, মো. তাজউদ্দিন, আকাশ বিশ্বাস, অতীশ চৌধুরী, মো. ইমতিয়াজ, মো. রাকিব প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভাষাসৈনিক বদিউল আলম চৌধুরীর মৃত্যুবার্ষিকী কাল
পরবর্তী নিবন্ধজলাবদ্ধতা নিরসন, নদী ও পরিবেশ রক্ষায় ৫০ সুপারিশ