চার মাসের ব্যবধানে ফের হাসপাতালে যেতে হয়েছে ঢাকাই সিনেমার নায়িকা শামসুন্নাহার স্মৃতি পরীমনিকে। তবে এবার অসুস্থ হয়েছেন পরীমনি নিজে। তিনি হাসপাতালে ছেলের সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন ফেইসবুকে। ক্যাপশনে এক বছরের ছেলেকে উদ্দেশ্য করে লিখেছেন, আমার জীবনের শান্তি! ও্থস নষবংংবফ ঃড় যধাব ুড়ঁ ইধলধধহ! আলহামদুলিল্লাহ। হঠাৎ জ্বর নিয়ে হসপিটালে ভর্তি হতে হল। দোয়া করবেন। তবে মা–ছেলে রাজধানীর কোন হাসপাতালে আছেন তা জানাননি পরীমনি। গেল জুলাই মাসে রাজ্যর জ্বরের কারণে ছেলেকে নিয়ে হাসপাতালে কয়েকদিন ছিলেন এই নায়িকা। খবর বিডিনিউজের।
সন্তান জন্মের কারণে প্রায় দুই বছর শুটিং থেকে দূরে ছিলেন পরীমনি। মাঝে পারিবারিক কারণে বহুবার আলোচনায় এসেছেন। সমপ্রতি স্বামী শরিফুল রাজকে তালাকের চিঠি পাঠিয়েও আলোচনার জন্ম দিয়েছেন। কিছুদিন আগে বিরতি ভেঙে ফের শুটিং সেটে ফিরেছেন এই নায়িকা। এই অধ্যায়কে পরীমনি মনে করছেন, তার জীবনের দ্বিতীয় ইনিংস। চলতি মাসের শুরুর দিকে ‘ডোডোর গল্প’ সিনেমার মাধ্যমে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন পরীমনি। অডিও–ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি–সিরিজ প্রযোজিত সিনেমাটি পরিচালনা করছেন রেজা ঘটক। আগামীতে ‘রঙিলা কিতাব’ নামের একটি ওয়েব সিরিজে দেখা যাবে তাকে। কিঙ্কর আহসানের উপন্যাস ‘রঙিলা কিতাব’ থেকে অনুপ্রাণিত হয়ে সিরিজের চিত্রনাট্য লিখেছেন পরিচালক অনম বিশ্বাস। এছাড়া ‘খেলা হবে’ নামের একটি সিনেমাকেও চুক্তিবদ্ধ হয়েছেন পরীমনি। এই সিনেমায় পরীমনির সঙ্গে কাজ করছেন শবনম বুবলী।