জ্ঞান, সৃজনশীলতা ও মানবিক চেতনার মিলনমেলা

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে বাণী অর্চনা

| রবিবার , ২৫ জানুয়ারি, ২০২৬ at ১০:৫৪ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির হাজারী লেইনস্থ ভবনে বাণী অর্চনা পরিষদের উদ্যোগে বিদ্যা ও সুরের দেবী সরস্বতীর আরাধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ জানুয়ারি অনুষ্ঠানে বক্তব্য দেন, প্রিমিয়ার ইউনিভার্সিটির কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম, রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী ও বাণী অর্চনা পরিষদের আহ্বায়ক সহযোগী অধ্যাপক অনুপ কুমার বিশ্বাস। প্রফেসর ড. মোহীত উল আলম তাঁর বক্তব্যে বলেন, সরস্বতী দেবী জ্ঞান, সৃজনশীলতা ও মানবিক বোধের প্রতীক। শিক্ষা শুধু পুঁথিগত জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা নৈতিকতা ও মূল্যবোধ গঠনের মাধ্যম।

আইন বিভাগের সহযোগী অধ্যাপক সঞ্জয় বিশ্বাস ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. অর্পিতা দত্তের সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইন বিভাগের সহযোগী অধ্যাপক হিল্লোল সাহা, ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক সুজন কান্তি বিশ্বাস, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক বিদ্যুৎ কান্তি নাথ ও সহকারী অধ্যাপক সুদীপ দে, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সুমিত চৌধুরী ও মিল্টন দে, সহকারী প্রক্টর ড. তাসনিম উদ্দিন চৌধুরী ও রাহুল চৌধুরী। অনুষ্ঠানে প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সন্ধ্যায় আরতি ও ধুনুচি নৃত্যের মধ্যে দিয়ে জ্ঞানদেবীর আরাধনা শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসমকালের দর্পণ
পরবর্তী নিবন্ধগোলপাহাড় কালী মন্দিরের উৎসবে মাতৃ সম্মাননা