জ্ঞান সাধনা ও ইতিহাস অন্বেষণে অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খান অতুলনীয় ব্যক্তিত্ব

স্বপ্নচাষীর অনুষ্ঠানে ডা. মাহফুজুর রহমান | শুক্রবার , ১৫ নভেম্বর, ২০২৪ at ৭:৩১ পূর্বাহ্ণ

শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খান জ্ঞানের আলো চতুর্দিকে ছড়িয়ে দিতে নিরলস প্রচেষ্টা চালিয়ে গেছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা, সুশিক্ষার বিস্তার, মানবিক সমাজ বিনির্মাণে অবদান রাখার পাশাপাশি বিরল প্রতিভার ইতিহাস গবেষক ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খান।

গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডস্থ স্বপ্নচাষী বিদ্যায়তনে আয়োজিত মোহাম্মদ হোসেন খানের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষা সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের ইতিহাস গবেষক ডা. মাহফুজুর রহমান উপরোক্ত মন্তব্য করেন।

কাইয়মুর রশিদ বাবুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আশরাফ হোসেন খান সুজন, শহিদুর রহমান খোকন, একিউএম মোছলেহ উদ্দিন, রায়হান ইসমাইল, এহতেশামুল হক, তানিয়া আক্তার, মুহাম্মদ আজিজুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশহীদ জিয়া ছিলেন স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী
পরবর্তী নিবন্ধচুয়েটে কোয়ালিটি অ্যাস্যুরেন্স কমিটির সভা