জ্ঞান নির্ভর সমাজ গঠনে কারিগরী শিক্ষার বিকল্প নেই

ওয়াছিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্‌রাসার অনুষ্ঠানে মেয়র

| রবিবার , ২৪ জুলাই, ২০২২ at ৪:২১ পূর্বাহ্ণ

চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন,জ্ঞান নির্ভর সমাজ গঠনে কারিগরী শিক্ষার বিকল্প নেই। মাদ্‌রাসা শিক্ষায় বর্তমান যুগপোযোগী শিক্ষার সমন্বয় ঘটেছে।কুরাআন-হাদীসের পাশাপাশি ইংরেজী, গণিত ও বৈশ্বিক বিষয়াদি অর্জনের মাধ্যমে মাদ্‌রাসার ছাত্র-ছাত্রীরা সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। এই মাদ্‌রাসা আদর্শবান দেশ প্রেমিক নাগরিক সৃষ্টিতে আলোকবর্তিকার ভূমিকা পালন করছে। গতকাল শনিবার চান্দগাঁও ওয়াছিয়া আহমদিয়া মাদ্‌রাসার তোরণ উদ্বোধন ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মাদ্‌রাসা অধ্যক্ষ ছৈয়দ মোহাম্মদ আবু ছালেহের সভাপতিত্বে ও উপাধ্যক্ষ কাজী মুফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সামশুল আলম, কাউন্সলর লায়ন এম আশরাফুল আলম, এমিতখানার সাধারণ সম্পাদক হাজী এয়ার মোহাম্মদ। বক্তব্য রাখেন মুহাম্মদ আবু তৈয়ব, আবুল হোসেন, মুনিরুল হাসান, ইফফাৎ জাহান, রুমা আকতার, হাসান ইমাম,আমিরুল ইসলাম, গোলাম মোস্তফা, আবদুল করিম, শফিউল আলম,আবদুল বারী, ইকবাল হোসেন, চেমন আরা বেগম, রেজাউল করিম, মোস্তফা কামাল দুলাল, এম কফিল উদ্দিন,নুরুল ইসলাম, মুছা সওদাগর, বদরুল আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদু’টি গেমসের জন্য প্রস্তুত হচ্ছেন বাংলাদেশের দ্রুততম মানব
পরবর্তী নিবন্ধ‘সোহানের আত্মবিশ্বাস অধিনায়কত্বের জন্য গুরুত্বপূর্ণ হবে’