‘জ্ঞান কোনো একটি জাতি ও সভ্যতার জন্য একচেটিয়া হতে পারে না’

আইআইইউসি’র ইন্টারন্যাশনাল কনফারেন্সের সমাপনী অনুষ্ঠান

| সোমবার , ২৬ জানুয়ারি, ২০২৬ at ১০:৪৯ পূর্বাহ্ণ

সীয়াকো ফাউন্ডেশনের নির্বাহী চেয়ারম্যান এবং এ. কে. খান ফাউন্ডেশনের ট্রাস্টি সেক্রেটারি সালাহউদ্দিন কাসেম খান বলেছেন, জ্ঞান কোনো একটি জাতি ও সভ্যতর জন্য একচেটিয়া হতে পারে না। জ্ঞান মানব সম্প্রদায়ের অভিন্ন উত্তরাধিকার। এই চিরন্তন মূলনীতি ইসলামী বুদ্ধিবৃত্তিক ঐতিহ্যে গভীরভাবে নিহিত। গতকাল রোববার সন্ধ্যায় হোটেল আগ্রাবাদের মিলনায়তনে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ব্যবসায় শিক্ষা অনুষদের বিজনেস ইনোভেশন ফর ইনক্লুসিভ ডেভলাপমেন্টের ২য় এবং আইআইইউসি’র ১৮তম ইন্টারন্যাশনাল কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন কাসেম খান কথাগুলো বলেন। ব্যবসায় শিক্ষা অনুষদ ও গবেষণা ও প্রকাশনা কেন্দ্রের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ‘বিজনেস ইনোভেশন ফর ইনক্লুসিভ ডেভলাপমেন্ট’ শীর্ষক দু’দিনব্যাপী এই ইন্টারন্যাশনাল কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে এতে সভাপতিত্ব করেন আইআইইউসি’র ভাইসচ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। বিশেষ অতিথি ছিলেন আইআইইউসি’র ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, বায়োফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ লকিয়ত উল্লাহ এবং সাজিনাজ হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম। অনুষ্ঠানে ধন্যবাদজ্ঞাপক বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বিজনেস ইনোভেশন ফর ইনক্লুসিভ ডেভলাপমেন্ট অর্গানাইজিং কমিটির চেয়ার এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আকতারুজ্জামান খান। অনুষ্ঠনে আরও বক্তব্য রাখেন ফাইন্যান্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ নাজিমউদ্দিন, অনুষ্ঠানের মেম্বার সেক্রেটারী এসোসিয়েট প্রফেসর ড. মো. আলাউদ্দীন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহজ্বযাত্রী কল্যাণ পরিষদের সভা
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার প্রত্যন্ত অঞ্চলেও উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেয়া হবে : রেজাউল করিম