জ্ঞানার্জনের জন্য ছাত্র হতে হবে সারাজীবন

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা

| সোমবার , ১৫ জুলাই, ২০২৪ at ৯:১২ পূর্বাহ্ণ

ফিরিঙ্গীবাজারস্থ সিটিবি ইন্টারন্যাশনাল স্কুল ও সিটিবি কালচারাল (সঙ্গীত) স্কুলের পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ১৩ জুলাই থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অরুন কান্তি মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের প্রফেসর ড. উজ্জ্বল কুমার দেব। প্রধান অতিথি ছিলেন সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সুদীপা দত্ত। প্রধান বক্তা ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, স্কুলের অধ্যক্ষ কেয়া ভট্টাচার্য্য, কালচারাল স্কুলের অধ্যক্ষ দীপেন চৌধুরী, কালচারাল স্কুলের পরিচালক রতন কান্তি দে, প্রবাল দে, রানা দাশ ও জগদীশ মল্লিক। শিক্ষিকা রিনিক পাল মুন ও রণধীর দে এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষিকা সংগীতা চক্রবর্তী, সুমী দত্ত, আনিকা ইসলাম, লাভলী তালুকদার, ত্বনী দাশ, টুম্পা ধর, শাহনাজ বেগম, প্রদীপ দাশ পরাগ, রতন দত্ত, রূপন চক্রবর্তী, অতশী দত্ত, অনন্যা সেন নিশা, তৃষা দাশ, পুনম দত্ত ও মনিকা দে, সংগঠক দুর্জয় বিশ্বাস, আপন দে, সাগর দাশ, রতন দাশ। অনুষ্ঠানে স্কুলের ৩৯ জন ও কালচারাল স্কুলের ৮২ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। বক্তারা বলেন, জ্ঞানই আলো, জ্ঞানই শক্তি, জ্ঞানার্জনের জন্য ছাত্র হতে হবে সারাজীবন। আমরা যাঁরা অধ্যয়ন করি তারাই ছাত্র। তাঁরাই সমাজ ও রাষ্ট্রের দিশারী। নৈতিক, মূল্যবোধ সুশিক্ষায় শিক্ষিত জাতি হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআমরা বিরাশিয়ান চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী
পরবর্তী নিবন্ধ২৯ নং পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড আ’লীগের প্রস্তুতি সভা